Top
সর্বশেষ

কুষ্টিয়ায় দুই রাইস মিলকে লক্ষ টাকা জরিমানা

১১ জুন, ২০২২ ৯:১৯ অপরাহ্ণ
কুষ্টিয়ায় দুই রাইস মিলকে লক্ষ টাকা জরিমানা
রাজু আহমেদ, কুষ্টিয়া :

দেশের বৃহত্তম চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরে অভিযান চালিয়ে অন্য ব্রান্ডের চাল প্রস্তুত করার অপরাধে দুই প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুষ্টিয়া।

শনিবার (১১ জুন) দুপুর ১২টার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, খুলনা বিভাগীয় উপ-পরিচালক মো: ইব্রাহিম হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নিজের মিলে অন্য ব্রান্ডের চাউল প্রস্তুত করার অপরাধে মেসার্স গ্রাম সরকার অটো রাইচ মিলকে ৫০ হাজার ও ভিআইপি অটো রাইচ মিলকে ৫০ হাজার টাকা করে দুই প্রতিষ্ঠানকে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়।

এসময় জেলা খাদ্য নিয়ন্ত্রক সুবির নাথ চৌধুরী, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুষ্টিয়ার সহকারী পরিচালক সুচন্দন মন্ডলসহ র‍্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।

 

শেয়ার