দুই সদস্যের আংশিক কমিটি ঘোষণার পাঁচ মাস পরেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়নি। এতে ক্ষোভ ও হতাশা ব্যক্ত করেছেন শাখা ছাত্রলীগের পদপ্রত্যাশী নেতাকর্মীরা।
চলতি বছরের ৩রা জানুয়ারি আকতারুজ্জামান সোহেলকে সভাপতি ও হাবিবুর রহমান লিটনকে সাধারণ সম্পাদক করে দীর্ঘ পাঁচ বছর পর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নতুন কমিটি গঠন করা হয়। তখন বলা হয়েছিল খুব দ্রুতই কমিটি পূর্ণাঙ্গ করা হবে। তবে পাঁচ মাস অতিবাহিত হলেও এই দুই নেতা কমিটি পূর্ণাঙ্গ করার বিষয়ে আগ্রহ দেখাননি। দীর্ঘ সময়েও কমিটি পূর্ণাঙ্গ না হওয়ার জন্য সভাপতি ও সাধারণ সম্পাদকের সদিচ্ছা ও আন্তরিকতার অভাবকেই দুষছেন নেতাকর্মীরা।
আবার অনেকে অভিযোগ করছেন, উন্নয়ন প্রকল্প থেকে বড় অঙ্কের আর্থিক সুবিধা পেতে পারেন সভাপতি এবং সাধারণ সম্পাদক। কমিটি পূর্ণাঙ্গ করলে টাকার ভাগ কম পাবেন কিংবা ভাগবাটোয়ারা নিয়ে ঝামেলা হতে পারে । তাই কমিটি পূর্ণাঙ্গ করতে চাচ্ছেন না।
এদিকে পূর্ণাঙ্গ কমিটি না পেয়ে নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও হতাশা বাড়ছে। সঠিক সময়ে কমিটি না হওয়ায় একনিষ্ঠভাবে ছাত্রলীগ করেও পদপদবি ছাড়াই অনেকের শিক্ষাজীবন শেষ হয়ে যাচ্ছে।
ছাত্রলীগকর্মীরা বলছেন, যারা ছাত্ররাজনীতি করেন তাঁরা সবাই কমবেশি পদপদবির আশা করেন। কিন্তু যাঁরা দায়িত্ব পেয়েছেন তাঁরা পরে অন্য কর্মীদের পদ পদবির কথা ভাবেন না। এতে অনেকে দীর্ঘ সময় ছাত্ররাজনীতি করেও কোনো ধরনের পদপদবি না পেয়ে হতাশা নিয়ে শিক্ষাজীবন শেষ করছেন। তাই অনুরোধ থাকবে দ্রুত সময়ে পূর্ণাঙ্গ কমিটি করা হয় যেন।
এই বিষয়ে জানতে চাইলে জাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন বাণিজ্য প্রতিদিনকে বলেন, খুব দ্রুত কমিটি পূর্ণাঙ্গ করা হবে, আমরা কেন্দ্রের সাথে যোগাযোগ রাখছি। তাদের নির্দেশনা মোতাবেক কাজ করছি।
উন্নয়ন প্রকল্প থেকে বড় অঙ্কের আর্থিক সুবিধা পেতে পারেন এই কারনে কমিটি পূর্ণাঙ্গ করছেন না’- এই অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এই প্রশ্নটা বিব্রতকর। এ নিয়ে আমি কিছু বলবো না।
জাবি ছাত্রলীগ সভাপতি আকতারুজ্জামান সোহেল বাণিজ্য প্রতিদিনকে বলেন, সামনে জাতীয় নির্বাচন। তাই যাচাই-বাছাই করে অনুপ্রবেশকারীদের ঠেকিয়ে ত্যাগী ও আদর্শ কর্মীদের নিয়ে কমিটি পূর্ণাঙ্গ করার পরিকল্পনা আমাদের। খুব দ্রুত কমিটি পূর্ণাঙ্গ করবো। প্রথমে কমিটি পূর্ণাঙ্গ করবো পরে হল কমিটি দিবো।
তিনি আরো বলেন, ৪৩ এবং ৪৪ ব্যাচ দিয়ে পূর্ণাঙ্গ কমিটি, ৪৫ এবং ৪৬ ব্যাচ দিয়ে হল কমিটি দেওয়ার পরিকল্পনা। পূর্ণাঙ্গ কমিটি ২১৪ সদস্য নিয়ে হয় তবে এবার ২৫০ জন নিয়েও হতে পারে।
কমিটি পূর্ণাঙ্গ হলে দাপট কমে যাওয়ার প্রশ্নে তিনি বলেন, ‘দাপট বা ক্ষমতা লোভী আমি না, আমরা চাই সবাইকে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে চলতে, শিক্ষার সুষ্ঠু অবস্থা বজায় থাকুক এটাই আমাদের চাওয়া।
এ বিষয়ে জানতে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাঁদের পাওয়া যায়নি।