Top
সর্বশেষ

মহানবী (স) কে অবমাননাকারী নূপুর শর্মার ফাঁসি চায় জবি শিক্ষার্থীরা

১২ জুন, ২০২২ ৪:০২ অপরাহ্ণ
মহানবী (স) কে অবমাননাকারী নূপুর শর্মার ফাঁসি চায় জবি শিক্ষার্থীরা
জবি প্রতিনিধি :

মহানবী হযরত মুহাম্মাদ (স) কে অবমাননা করার প্রতিবাদে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সাবেক মুখপাত্র নূপুর শর্মার ফাঁসির দাবি জানিয়ে বিক্ষোভ সমাবেশ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।

রোববার (১২ জুন) জোহর নামাজের পর জবি সাধারণ শিক্ষার্থীরা দ্বিতীয়বারের মত প্রতিবাদ সমাবেশ করেছে। এ সময় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে শিক্ষার্থীরা একটি বিশাল মিছিল নিয়ে ক্যম্পাসের শান্ত চত্বর, ভিসি ভবন, বিজ্ঞান অনুষদ এবং বাংলা বাজার এলাকা ঘুরে এসে জবি শান্ত চত্বরে জড়ো হয়।

এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালেয়ের ১৬ ব্যাচের শিক্ষার্থী রাশেদুল ইসলাম বলেন- নুপুর শর্মা একটি ক্ষমতাসীন দলের মুখপাত্র হয়ে একটি ধর্মকে আবমাননা করতে পারেন না। আমরা তার এমন শাস্তি চাই যেন তা পুরো বিশ্বে দৃষ্টান্ত হয়ে থাকে। যেন আর কেউ কখনো কোনো ধর্ম প্রবর্তকের অবমাননা করতে না পারে। কোনো নূপুর শর্মা যেন আর মাথা তুলে দাড়াতে না পারে।

বিশ্ববিদ্যালের সমাজ কর্ম বিভাগের ৮ম ব্যচের শিক্ষার্থী মোহাম্মদ আলম বলেন- মুসলিম হিসেবে আমরা দাবি জানাচ্ছি নূপুর শর্মার সর্বোচ্চ শাস্তি অনতিবিলম্বে ফাঁসি দেওয়া হোক।

সম্মান তৃতীয় বর্ষের শিক্ষার্থী জাফর সিহাব বলেন- মুহাম্মদ (স) শুধু ভারতের নবী নয় যে তা শুধু ভারতের অভ্যন্তরীণ বিষয় হবে। মুহাম্মদ (স) আমাদের সকলের হৃদয়ের স্পন্দন। এসব আমাদের মুসলিম সম্প্রদায়ের ভেতর তীব্র ক্ষোভের সৃষ্টি করে। অবিলম্বে এসব অবমাননাকর বক্তব্যের লাগাম টানা হোক। যারা নবী (স) এবং আমাদের ইমানে আঘাত করে তাদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি দেওয়া হোক।

এসময় শিক্ষার্থীরা ভারতের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের অবিলম্বে রাষ্টীয় নিন্দা প্রকাশ করার জন্যও জোর দাবি জানান।

সম্প্রতি ভারতের ক্ষমতাসীন দল বিজেপির নেতা নাবিন কুমার জিন্দাল ও নূপুর শর্মা মহানবী (স) কে কটুক্তি করায় আন্দোলনে ফেটে পরে মুসলিম বিশ্ব। এরই ধারাবাহিকাতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা দ্বিতীয়বারের মত প্রতিবাদ সমাবেশ করে।

 

বিপি/ এমএইচ

শেয়ার