Top
সর্বশেষ

সূচকের পতনে দেড় ঘণ্টায় লেনদেন ৬৩০কোটি টাকার

১৮ জানুয়ারি, ২০২১ ১১:৩৯ পূর্বাহ্ণ
সূচকের পতনে দেড় ঘণ্টায় লেনদেন ৬৩০কোটি টাকার
পুঁজিবাজার ডেস্ক :

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম দেড় ঘন্টায় সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বেলা সাড়ে ১১টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৭৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৭৭২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১২৯০ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৪০ পয়েন্ট কমে অবস্থান করছে ২১৬৮ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৩৩৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬০টির, দর কমেছে ২১৬ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৬৩টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ৬৩০কোটি ৯২ লাখ ৮৩ হাজার টাকা।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স সিএসইএক্স আগের দিনের চেয়ে ১৮৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১০ হাজার ১১৭ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ১৭৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮টির, দর কমেছে ১২৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ৩৭ কোটি ৯৯ লাখ ৪৮ হাজার টাকা।

শেয়ার