Top
সর্বশেষ

চুয়াডাঙ্গা সরকারি কলেজে নবী প্রেমীদের মানববন্ধন

১৩ জুন, ২০২২ ৪:৩৭ অপরাহ্ণ
চুয়াডাঙ্গা সরকারি কলেজে নবী প্রেমীদের মানববন্ধন
মো. আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা :

ভারতে ক্ষমতাসীন বিজেপি’র দুই নেতা মহানবী হযরত মুহাম্মদ (সা:) প্রিয় নবীকে অপমান-অবমাননাকর মন্তব্য করার প্রতিবাদে চুয়াডাঙ্গা সরকারি কলেজের ছাত্র ছাত্রীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।

সোমবার ( ১৩ জুন) সকাল ১০ টার সময় চুয়াডাঙ্গা সরকারি কলেজ থেকে অনার্সে অধ্যায়নরত ছাত্র-ছাত্রীদের আয়োজনে চুয়াডাঙ্গা সরকারি কলেজের সর্ব স্তরের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন। বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সরকারি কলেজর সামনে সংক্ষিপ্ত আলোচনা হয়।

উল্লেখ্য কয়েকদিন আগে হযরত মুহাম্মদ (সা:) প্রিয় নবীকে নিয়ে অপমান-অবমাননাকর মন্তব্য করেন বিজেপি’র নূপুর শর্মা। আর ওই একই ইস্যুতে দলটির দিল্লি ইউনিটের প্রধান নাভিন জিন্দাল টুইট করার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। বিক্ষোভকারীরা হাতে বিভিন্ন স্লোগান লেখা ব্যানার, ফেস্টুন নিয়ে বিক্ষোভে অংশ নেন।

বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা বলেন, ভারতের এই বিজেপি হিন্দুত্ববাদী সরকার এবং তাদের নেতৃবৃন্দ প্রায়শই মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে মন্তব্য করে এবং মুসলিমদের অপমান-অবমাননা করে কথা বলে থাকে। আমরা তাদেও এ মন্তব্যের তীব্র নিন্দাজ্ঞাপন করছি। পৃথিবীর সকল মুসলিমদের আহবান জানাই তারা যেন ভারতসহ যে রাষ্ট্রই এমন আচরণ করবে তাদের প্রতি কঠোর ব্যবস্থা গ্রহণ করে। বিশ্বমুসলিম এক হয়ে তারা যেন সকল অশান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়।

শেয়ার