Top
সর্বশেষ
আইনজীবী হত্যায় প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে কাজ করুন: শীর্ষ নির্বাহীদের প্রধান উপদেষ্টা সরকারের সহযোগিতা চান শীর্ষ বহুজাতিক কোম্পানির নির্বাহীরা চলমান পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার অনুরোধ শিবির সভাপতির নিষ্ঠুরভাবে বিক্ষোভ কন্ট্রোল করতে না চাওয়াটা সরকারের বড় সীমাবদ্ধতা: প্রেস সচিব চট্টগ্রামে ইসকন সদস্যদের হামলায় আইনজীবী সাইফুল নিহত সেপ্টেম্বরে কৃষিঋণ বিতরণ ও আদায় বেড়েছে সংবিধানের ৬২ জায়গায় সংশোধনী চায় বিএনপি   ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র সংঘর্ষের ঘটনায় ছাত্রশিবিরের উদ্বেগ প্রকাশ

কুড়িগ্রামে জমি দখল নিয়ে সংঘর্ষ, নিহত ১

১৮ জানুয়ারি, ২০২১ ১২:০৫ অপরাহ্ণ
কুড়িগ্রামে জমি দখল নিয়ে সংঘর্ষ, নিহত ১

কুড়িগ্রামের ফুলবাড়ীতে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষে বাকিনুর ইসলাম (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও ৮ জন। আহতদের মাঝে দুইজনের অবস্থা গুরুতর।

রোববার বিকেল ৫ টার দিকে উপজেলার ভাঙ্গামাড়ি ইউনিয়নের খাচাবাড়ী এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত যুবক একই ইউনিয়নের ভাঙ্গা‍মাড়ি গ্রামের ছলিম মিস্ত্রির সন্তান।

আহতদের মধ্যে জহুরুল হক (৩৫) খলিল উদ্দিন (৬০) অবস্থা আশংকা জনক। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফুলবাড়ি স্বাস্থ্য কমপ্লেক্স ও কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে প্রেরণ করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, খাচাবাড়ী এলাকায় ছলিম মিস্ত্রি তার নিজস্ব দুই একর জমিতে দীর্ঘদিন থেকে চাষাবাদ করছেন। কিছুদিন থেকে ওই এলাকার সহিদুল মেম্বার জমিটির মালিকানা দাবী করে আসছেন। রোববার বিকেলে ছলিম মিস্ত্রি লোকজন নিয়ে ওই জমির সরিষা তুলতে গেলে সহিদুল মেম্বারের লোকজন বাঁধা দেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে বাক-বিতন্ডতার এক পর্যায় সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষের সময় বাকিনুর ইসলামকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কোপালে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

ভাঙ্গামোড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান বাবু জানান, জমিজমা সংক্রান্ত জের ধরে সংঘর্ষে হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।

এ ব্যাপার ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজীব কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানা হয়েছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

শেয়ার