Top

মহানবী সাঃ কটুক্তির প্রতিবাদে রায়পুরে বিশাল বিক্ষোভ

১৩ জুন, ২০২২ ৮:৫১ অপরাহ্ণ
মহানবী সাঃ কটুক্তির প্রতিবাদে রায়পুরে বিশাল বিক্ষোভ

লক্ষ্মীপুরের রায়পুরে বিকাল ৪ টাকা নাগাদ মহানবী সাঃ কে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার এ বিক্ষোভ মিছিলের আয়োজন করে রায়পুর ইমাম ও মুয়াজ্জেন সমিতি । এতে ইমাম-মুয়াজ্জেনদের পাশাপাশি ওলামা-মশায়েখগণ ও তৌহিদী মুসলিম জনসাধারণ অংশ নেন। বিক্ষুব্দ মুসলিম জনসাধারণ এসময় বিক্ষোভ প্রকাশ করে। নবী মুহাম্মদ সাঃ এর দুশমনরা সারাবিশ্ব জাহানের দুশমন, বিচার চাই,সহ বেশ কয়েকটি শরীয়ত ভিত্তিক স্লোগানে আকম্পিত হয়ে ওঠে রায়পুর উপজেলা শহরের পরিবেশ। ইসলাম প্রিয় তৌহিদী জনতার মিছিলে রায়পুর বাজারস্থ ব্যবসায়ীরাও দোকান বন্ধ করে অংশ নিতে দেখা যায়। তবে স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিলো চোখে পড়ার মতো। এতে প্রায় অর্ধ লক্ষাধিক মুসলিম তৌহিদী জনতা অংশগ্রহণ করেন।

বিক্ষোভ মিছিল শেষে আয়োজিত পথসভায় এ ধরনের নেক্কারজনক ঘটনা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। এসময় উপস্থিত ইমাম-মুয়াজ্জেন সমিতি নেতারা বলেন, নবী করিম সাঃ কে নিয়ে এমন মন্তব্য কোনোভাবেই বরদাস্ত করা যায় না। তারা আরো বলেন, যেখানে স্বয়ং আল্লাহ তায়ালা মহানবী সাঃ এর চরিত্রের পবিত্রতা ঘোষণা করেছেন, সেখানে নবীজি সাঃ এর চরিত্র নিয়ে এমন বেফাঁস মন্তব্য করা মানবতা ও শরিয়ত বিরোধী অপরাধের সামিল। আমরা দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবী জানাই।

পথসভায় উপস্থিত সকল মুসলিম জনসাধারণের বেশ কয়েকটি দাবীর মধ্যে অন্যতম দাবী ছিলো, সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ হিসেবে এ ঘটনায় নিন্দা জানাতে ঢাকায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করার পাশাপাশি সংসদে যেন অবিলম্বে একটি নিন্দা প্রস্তাব আনা হয়।

উল্লেখ্য যে গত দিন দশেক আগে ভারতীয় একটি টেলিভিশন চ্যানেলে বিতর্কের সময় মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্য করেন নুপুর শর্মা। একই বিষয় নিয়ে আবার টুইটারে পোস্ট দেন নবীন কুমার। এ নিয়ে স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। শুরু হয় বিক্ষোভ-প্রতিবাদ। এ ঘটনাকে কেন্দ্র করে ঘটেছে সংঘর্ষের ঘটনাও। আর এরপর থেকেই উত্তাল হয়ে পড়ে মুসলিম বিশ্ব।

শেয়ার