Top

চট্টগ্রামে আরেক কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড

১৪ জুন, ২০২২ ১১:২১ পূর্বাহ্ণ
চট্টগ্রামে আরেক কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড
চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রামের একটি বেসরকারি ডিপোতে রাখা কনটেইনারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১৩ জুন) রাত পৌনে ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আনিসুর রহমান বলেন, ভারটেক্স কনটেইনার ডিপোর তুলাভর্তি একটি কনটেইনারে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। তবে তারা যাওয়ার আগেই ডিপোর লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনও ক্ষয়ক্ষতি হয়নি।

এদিকে আগুন লাগার খবরে ভারটেক্স কনটেইনার ডিপোতে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এর আগে, গত ৪ জুন রাত ৯টায় চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগে। এরপর রাত সাড়ে ১০টার দিকে বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৪৯ জন। এর মধ্যে ১০ জন ফায়ার সার্ভিস কর্মী। আহত হয়েছেন দুই শতাধিক। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। ৪৯ জনের মধ্যে ১৮টি লাশের পরিচয় শনাক্ত হয়নি। লাশের দাবিতে নমুনা দিয়েছেন স্বজনরা।

ঘটনার চার দিন পর ৭ জুন রাতে মামলা করে পুলিশ। এতে আট জনের নাম উল্লেখ করা হয়। তারা সবাই বিএম কনটেইনার ডিপোর কর্মকর্তা। বিএম কনটেইনারের ওই দুর্ঘটনা তদন্তে ছয়টি কমিটি গঠন করা হয়েছে।

শেয়ার