Top
সর্বশেষ

পাঁচবিবিতে বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা অনুষ্ঠিত

১৪ জুন, ২০২২ ৩:০১ অপরাহ্ণ
পাঁচবিবিতে বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা অনুষ্ঠিত
আল মামুন, জয়পুরহাট :

জয়পুরহাটের পাঁচবিবিতে আওলাই ইয়ুথ এন্ট্রেপ্রেনিয়র ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়েছে।

সোমবার দুপুরে পাঁচবিবি উপজেলার আওলাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এর উদ্বোধন করেন পাঁচবিবি উপজেলা যুব উন্নয়নের কর্মকতা গোলাম মস্তফা। এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির পরিচালক তৌহিদ হাসান, সাধারণ সম্পাদক এরশাদ সরকার, আওলাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমানসহ আরো অনেকেই।

এসময় প্রায় ২ শতাধিক মানুষের ফ্রী রক্ত ব্লাড নিনয় ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়। এখানে ব্লাড গ্রুপিং এদেখা গিয়েছে ৬ বছর থেকে শুরু করে বৃদ্ধদের পর্যন্ত। এছাড়া আশেপাশের ব্র্যাক স্কুলের শিক্ষার্থীদের ব্লাড গ্রুপিং করা হয়। এত ছোট বাচ্চাদের তার গ্রুপ ব্লাড গ্রুপিং এর ব্যাপারে জানতে চাইলে প্রধান শিক্ষক সাইদুর রহমান বলেন যে এটি শিক্ষার্থীদের আইডি কার্ড তৈরিতে সহযোগী হবে।

সংগঠনের পরিচালক এর কাছে ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাইলে তিনি বলেনএই সেবা প্রত্যান্ত গ্রামগুলোতে পৌছে দেওয়া হবে বলে তিনি জানান।

শেয়ার