পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(পাবিপ্রবি) শিক্ষার্থীদের ডান্স(নাচ/নৃত্য) নিয়ে কাজ করা সংগঠন “পাস্ট ডান্স ক্লাব” এর ২৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষনা করা হয়েছে।
প্রতিষ্ঠাকালীন এই কমিটির মূল আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন উক্ত সংগঠনের মূল উদ্যোক্তা ব্যবসায় প্রশাসন বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী রঞ্জু মাহমুদ এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন বাংলা বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী মোছা: রওনক জাহান।
এছাড়াও যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন আইসিই বিভাগের রিফাত অর্থনীতি বিভাগের আফসানা ডরিন এবং গণিত বিভাগের শামসুন্নাহার দিবা। তারা সকলেই বিশ্ববিদ্যালয়ের ১১তম ব্যাচের শিক্ষার্থী।
“পাস্ট ডান্স ক্লাব” এর নব্য আহ্বায়ক রঞ্জু মাহমুদ বলেন, আমাদের পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাংস্কৃতিক অঙ্গনে প্রায় সব রকমের সাংস্কৃতিক সংগঠন রয়েছে। কিন্তু ডান্স এর জন্য আলাদা কোনো সংগঠন নেই। সেই লক্ষ্যে আমি উদ্যোগ নিয়ে, আমার কয়েক জন সহপাঠী কে সাথে নিয়ে পাবিপ্রবি ক্যাম্পাসে ডান্স এর একটা সংগঠন প্রতিষ্ঠা করতে চেয়েছি। আমরা সবসময়ই চেয়েছি পাবিপ্রবি কে নতুন কিছু উপহার দিতে। ভবিষ্যতে আমি এবং আমার সংগঠনের প্রতিটি সদস্য মিলে পাবিপ্রবিকে ভালো কিছু উপহার দিবো ইনশাআল্লাহ।”
সংগঠনটির সিনিয়র আহ্বায়ক মোছা: রওনক জাহান বলেন, আমাদের ক্যাম্পাসে আমরা পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক চর্চা টা আরো ভালো ভাবে করতে চাই। আমাদের থেকেই আমাদের জুনিয়ররা শিখুক কিভাবে সংস্কৃমনা হওয়া যায়। আমরা সবাই মিলে ক্লাব টা কে ভালো পর্যায়ে নিয়ে যেতে চাই এবং এর পাশাপাশি সবাইকে আমাদের সাপোর্টার হিসেবে পাশে চাই।”