Top
সর্বশেষ

জবি ছাত্রদলের কমিটিতে অভিজ্ঞরাই থাকবে: জুয়েল

১৫ জুন, ২০২২ ৪:১৯ অপরাহ্ণ
জবি ছাত্রদলের কমিটিতে অভিজ্ঞরাই থাকবে: জুয়েল
জবি প্রতিবেদক :

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দল গুছানোয় জোর দিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও তার সহযোগী অঙ্গসংগঠনগুলো। এরই ধারাবাহিকতায় জাতীয়তাবাদী ছাত্রদলও তাদের বিভিন্ন ইউনিটে নতুন কমিটি ঘোষণা করছে। সম্প্রতি আলোচনায় রয়েছে ছাত্রদলের ‘সুপার ইউনিট’ খ্যাত জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা।

নতুন কমিটিতে অভিজ্ঞরাই প্রাধান্য পাবেন এমন মন্তব্য করে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাইফ মোহাম্মদ জুয়েল বলেন, জবি ছাত্রদলের কমিটি নিয়ে আলোচনা চলছে। সর্বোচ্চ ত্যাগী, মামলা হামলার স্বীকার ও নির্যাতিতদেরকে বিশেষভাবে মূল্যায়ন করা হবে। এ ছাড়া দল যাকে যোগ্য ও অভিজ্ঞ মনে করবেন তারাই এগিয়ে থাকবে। তবে যারা ২০০০ সালের আগে এসএসসি পাস করেছে তাদেরকে কমিটিতে রাখা হবেনা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এর আগে গত ১৮ মে ২০০০ সাল থেকে ২০১৮ সালের মধ্যে এসএসসি পাস করা নেতাকর্মীদের থেকে সিভি চেয়ে পাঠায় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি। পরবর্তীতে ২ জুন জবি ছাত্রদলের শাখা কমিটি গঠনের লক্ষ্যে এক বৈঠকে বসেছে ছাত্রদলের সুপার ফাইভ ও কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক। তখন থেকেই শীর্ষ পদ পেতে লবিং তদবিরে নেমেছেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা। এর আগে সর্বশেষ ২০১৬ সালের ৬ ফেব্রুয়ারি জবি শাখা ছাত্রদলের কমিটি হয়েছিল। সে কমিটিতে রফিকু ইসলাম রফিককে সভাপতি ও আসিফ রহমান বিপ্লবকে সাধারণ সম্পাদক করা হয়। গত বছরের ১৫ অক্টোবর জবি ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

বর্তমান কমিটির শীর্ষ পদ প্রত্যাশীদের মধ্যে রয়েছেন,  আসাদুজ্জামান আসলাম (এসএসসি-২০০২), সুজন মোল্লা (এসএসসি-২০০২), আলী হাওলাদার ( এসএসসি-২০০১), সালাউদ্দিন (এসএসসি-২০০৩), সানোয়ার হোসেন মিঠু (এসএসসি-২০০২), ইব্রাহিম কবির মিঠু ( এসএসসি-২০০২), মিল্যাদ ভূইয়া (এসএসসি-২০০২), মোস্তাফিজুর রহমান রুমি (এসএসসি-২০০৭), সুমন সরদার (এসএসসি- ২০০৬)।

জবি ছাত্রদলের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক, আসাদুজ্জামান আসলামব বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার শুরু থেকেই জাতীয়তাবাদী দলের ছাত্র রাজনীতির সাথে যুক্ত আছি। এরপর দীর্ঘ সময় ধরে দলের কাজ করে যাচ্ছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গনিত বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে এখন আরেকটি মাস্টার্স প্রোগ্রামে অধ্যয়নরত। আশা করি অভিজ্ঞ ও যোগ্যরাই গুরুত্বপূর্ণ এই ইউনিটে নেতৃত্ব আসুক।

পদ প্রত্যাশী সুজন মোল্লা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল হলো মেধাবী ছাত্রদের সংগঠন, দেশের ক্রান্তিলগ্নে জাতীয়তাবাদী ছাত্রদল সব সময়ই দেশের সার্বভৌমত্ব, দেশের গনতন্ত্র এবং সাধারণ শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে আসছে। আমাদের কেন্দ্রীয় নেতবৃৃন্দ জবি ছাত্রদলের কমিটি গঠন প্রক্রিয়ায় সাংগঠনিক সিদ্ধান্ত নিবেন। আমরা বিশ্বাস করি আমাদের নবনির্বাচিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটি গঠন প্রক্রিয়ায় অভিজ্ঞতা, ত্যাগ এবং পরিশ্রম কে মূল্যায়ন করবে।

 

শেয়ার