ফেনীতে যাত্রীবাহী বাস চাপায় সিএনজি অটোরিকশা চালকসহ দুইজন নিহত হযেছে। বুধবার সকাল ১০টায় সোনাগাজী-ফেনী আঞ্চলিক মহা সড়কের গোবিন্দপুর চালতাতলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে সিএনজি চালক নুরুজ্জামান (৩০) মারা যান।
সিএনজিতে থাকা একমাত্র যাত্রী লালপুল মারকাজুল হুদা মাদ্রাসার ছাত্রী শারমিন আক্তার(১৫)কে আহতবস্থায় চট্টগ্রামে নেয়ার পথে ১১টার দিকে মারা যায়। চালক নুরুজ্জামান সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের বাগেরহাট এলাকার আবুল কালামের ছেলে। মাদরাসা ছাত্রী শারমিন কালিদহ ইউনিয়নের উত্তর গোবিন্দপুর মিজানুর রহমানের মেয়ে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে যাত্রীসহ একটি সিএনজি অটোরিকশা জেলার সোনাগাজী উপজেলা থেকে ফেনী সদরে আসছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি বাসের সামনের চাকা ফেটে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি অটোরিকশাকে সজোরে চাপা দেয়।
ফেনী মডেল থানার ওসি (তদন্ত) আবদুর রহিম সরকার জানান, মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। একটি যাত্রীবাহি বাস ও সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে।