চট্টগ্রামের বাঁশখালীর ছনুয়া ইউনিয়নের ছেলবন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের অদূরে লবণের মাঠ থেকে একটি অস্ত্র উদ্ধার করেছে র্যাব। এ সময় ১৬টি ক্রিকেট স্টাম্প, ৮টি হেলমেটও উদ্ধার করা হয়।
বুধবার (১৫ জুন) সকালের দিকে ছনুয়া ১ নম্বর ওয়ার্ডের ছেলবন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় নাশকতার সরঞ্জাম উদ্ধার করা হয়।
নাম প্রকাশ না করার শর্তে ছেলবন এলাকার এক ব্যক্তি বলেন, ‘একজন চেয়ারম্যান প্রার্থী ও ১ নম্বর ওয়ার্ডের একজন মেম্বার প্রার্থীর সমর্থকরা ভোটকেন্দ্রের আশেপাশে লোকজনকে ভয়ভীতি প্রদর্শন করে অস্ত্রের মহড়া দিচ্ছিল। পরে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে লবণের মাঠে গর্তে অস্ত্রশস্ত্র রেখে পালিয়ে যায়।’
র্যাব-৭ এর কমান্ডার মেজর মেহেদী হাসান বলেন, ‘ছেলবন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ৪০০মিটার দূরত্বে লবণের মাঠ থেকে ১টি এসবিএস অস্ত্র, হেলমেট ও কিছু স্টাম্প পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে। কেন এসব এখানে রাখা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নাশকতার জন্যই এসব অস্ত্র এখানে এনে রাখা হয়েছে।’
এদিকে একই ইউনিয়নের বালুখালী মোছাদ্দেকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৪নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী হাবিব উল্লাহর সমর্থকদের হামলায় আবদুর রশীদ (৬২) নামের এক ব্যক্তি আহত হয়েছেন। তিনি অপর মেম্বার প্রার্থী নুরুল আলমের ভাই। মেম্বার প্রার্থী হাবিব উল্লাহর ছোটভাই আজিজুর রহমান ৩০ থেকে ৪০ জনের একটি দলবল নিয়ে প্রতিপক্ষ মেম্বার প্রার্থী নুরুল আলমের সমর্থকদের উপর হামলা চালায় বলে অভিযোগ।