Top
সর্বশেষ

সিরাজগঞ্জে বিয়ের পরের রাতে যুবকের আত্মহত্যা

১৫ জুন, ২০২২ ৬:৩৮ অপরাহ্ণ
সিরাজগঞ্জে বিয়ের পরের রাতে যুবকের আত্মহত্যা
এস.এম.মাসুদ রানা, সিরাজগঞ্জ :

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার সাত টিকরি গ্রামে মঙ্গলবার রাতে রতন প্রামানিক (২৪) নামে এক যুবক বিয়ের পরের রাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। নিহত রতন ওই গ্রামের জয়নাল প্রামানিকের ছেলে।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী এ তথ্য নিশ্চিত করে জানান, সোমবার (১৩ জুন) রাতে উল্লাপাড়া উপজেলার কয়ড়া গ্রামের আসাদুল প্রামানিকের মেয়ে আয়শা খাতুনের সাথে রতনের বিয়ে হয়।

এ বিয়ের পরদিন মঙ্গলবার রাতে ঘরে ঘুমন্ত নববধুকে রেখেই রতন ঘরের তীরের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। বুধবার সকালে পরিবারের লোকজন রতনকে ডাকতে গেলে স্ত্রী আয়েশা ঘুম থেকে জেগে রতনের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে কান্না শুরু করে। খবর পেয়ে পুলিশ দুপুরের দিকে ঘটনাস্থল থেকে রতনের লাশ উদ্ধার করলেও কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

তবে পুলিশ ও পরিবারের পক্ষ থেকে আত্মহত্যার কারণ জানাতে না পারলেও জানার চেষ্টা করা করা হচ্ছে বলে জানিয়েছেন ওসি। এ ব্যাপারে থানায় ইউডি মামলা হয়েছে।

শেয়ার