Top
সর্বশেষ

মাস্টারপ্ল্যান প্রণয়নসহ পাঁচ দফা দাবিতে জাবিতে বিক্ষোভ

১৬ জুন, ২০২২ ৪:৩৮ অপরাহ্ণ
মাস্টারপ্ল্যান প্রণয়নসহ পাঁচ দফা দাবিতে জাবিতে বিক্ষোভ
জাবি প্রতিনিধি :

বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্ত্বর থেকে ১৬ জুন (বৃহস্পতিবার ) মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক ও ভবন প্রদিক্ষণ করে প্রশাসনিক ভবনে এসে শেষ হয়।

ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও চলচ্চিত্র আন্দোলন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক জোটের নেতৃত্বে এই বিক্ষোভ মিছিলে প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নিয়েছেন।

মাস্টার প্ল্যান প্রণয়ন, বর্তমান লাইব্রেরি ভবন না ভেঙে নতুন লাইব্রেরি নির্মাণ, শিক্ষকদের ঝুঁকিপূর্ণ আবাসিক ভবন ভেঙে সেখানে তাদের বেতন কাঠামোর সঙ্গে মানানসই নতুন ভবন নির্মাণ এবং প্রকল্পের ব্যয়ের স্বচ্ছতা ও মান নিশ্চিতে তদারক কমিটি গঠনের দাবি জানান তারা।

এসময় ছাত্র ইউনিয়ন জাবি সংসদের দপ্তর সম্পাদক ঋদ্ধ অনিন্দ্য গাঙ্গুলী বলেন, বলা হলো এটা নাকি মাস্টার প্ল্যান কিন্তু স্বয়ং মাস্টার প্ল্যানের প্ল্যানার নিজেই বলছেন এটা মাস্টার প্ল্যান না। বুঝাই যাচ্ছে উনারা কোন মাস্টারপ্ল্যান নিয়ে সামনে আগাচ্ছেন না বরং টাকাটা ব্যবহার করতে হবে, খরচ করতে হবে নতুন ভবন করতে হবে এটাই প্রশাসনের চিন্তা। গ্রন্থাগারের মেয়াদ আরো ২৫ বছর আছে তারপরও কেনো এই গ্রন্থাগার ভেঙে ফেলা হবে, কেনো জনগণের করের টাকার এতো অপচয় করা হবে।

চলচ্চিত্র আন্দোলনের সুদিপ্ত দে বলেন,আমরা পূর্ণাঙ্গ মাস্টার প্লানের দাবিতে মাঠে নেমেছি, করোনার কারনে দুর্নীতি বিরোধী আন্দোলন স্তিমিত হয়ে যায়, আজকের এই বিক্ষোভ আবার প্রমান করে আমরা স্তিমিত হয়ে যাইনি। নতুন উপাচার্যকে সাবধান করে দেই জাহাঙ্গীরনগর নতুন কোন দুর্নীতিগ্রস্থ ফারজানা চায় না। তাই আপনি হুশিয়ার হোন।

ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সভাপতি রাকিবুল রনি বলেন, এই বিশ্ববিদ্যালয়ে আমরা পড়তে, গবেষণা করতে এসেছি, কিন্তু এখানে চোর ধরতে, দুর্নীতিবাজ ধরতে, দুর্নীতি বিরোধী

আন্দোলন করতে আসেনি কিন্তু যেটা আমাদের করতে বাধ্য করা হচ্ছে। এবং আমাদের প্রশাসনই বার বার আমাদেরকে বাধ্য করছে। মাস্টারপ্ল্যানে অংশীজনের মতামত নেওয়া হলো

অংশীজনদের মতামতকে প্রাধান্য না দিয়ে প্রশাসন আগের মতো ছলচাতুরি ও স্বেচ্ছাচারী আচরণ বহাল রেখেছে। আগের উপাচার্য শিক্ষার্থীদের কথা শুনতেন না,ভাবতেন না এই উপাচার্য ও একি পথে হাঁটছেন, আমি বলতে চাই আগের উপাচার্যের মতো একি অবস্থা আপনারও হবে আপনি সাবধান হোন। জনগণের টাকায় হওয়া ভবন সেই গ্রন্থাকার ভবনের মেয়াদ আরো ত্রিশ বছর আছে তারপরও কেনো আপনারা এটা ভেঙে ফেলবেন এতো আগ্রহ কেনো। অথচ শিক্ষকদের কোয়ার্টারের ছাদ খোলে খোলে পরছে। কেনো আপনারা ওই ভবনটা ভেঙে নতুন ভবন তৈরি করেন না। এটা বিশ্ববিদ্যালয়ের স্থাপনা নির্মাণের মাস্টার প্ল্যান না। ফলে এখানে শুধু ভাঙা-গড়ার কার্যক্রম চলছে। নতুন একাডেমিক ভবনের চিন্তা না করে আরেকটি প্রশাসনিক ভবন নির্মাণের আগ্রহ অবিবেচনাপ্রসূত।

এছাড়াও সমাবেশে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য প্রগতিশীল সংগঠনের নেতা-কর্মীরা বক্তব্য রাখেন

শেয়ার