Top
সর্বশেষ

ইয়েলো ল্যাম্প পাবিপ্রবি’র আংশিক কমিটি ঘোষণা

১৬ জুন, ২০২২ ৪:৪৮ অপরাহ্ণ
ইয়েলো ল্যাম্প পাবিপ্রবি’র আংশিক কমিটি ঘোষণা
পাবিপ্রবি প্রতিনিধি :

ইয়েলো ল্যাম্প পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) শাখার পাঁচ (০৫) সদস্যবিশিষ্ট আংশিক কমিটির ঘোষণা দেওয়া হয়েছে।

২০১৫ সালে ইয়েলো ল্যাম্প প্রতিষ্ঠিত হলেও পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইয়েলো ল্যাম্পের যাত্রা শুরু হয় ২০১৮ সালে।

করোনাকালীন নানা সীমাবদ্ধতা কাটিয়ে ১৫ জুন (বুধবার) পাঁচ (০৫) সদস্যের কমিটির ঘোষণা দেন ইয়েলো ল্যাম্প কেন্দ্রীয় কমিটি।

কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলা বিভাগের বিশ্ববিদ্যালয়ের নবম (৯ম) ব্যাচের শিক্ষার্থী মো. রুবেল হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের একই ব্যাচের শিক্ষার্থী রফিকুল ইসলাম পিয়ার।

এছাড়া সহ-সভাপতি হিসেবে রয়েছেন মো. রায়হান উদ্দীন, সাংগঠনিক সম্পাদক শাহিন আলম স্বাধীন এবং কোষাধ্যক্ষ রাকিবুল হাসান। তারা প্রত্যেকেই বিশ্ববিদ্যালয়ের নবম ব্যাচের শিক্ষার্থী।

ইয়েলো ল্যাম্প পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার নবনির্বাচিত সভাপতি মো. রুবেল হোসেন বলেন,” আমরা জনগণকে সচেতন করে নিরাপদ রাস্তা বিনির্মাণে আমাদের যথাসাধ্য চেষ্টা করে যাবো। ইতিমধ্যেই আমরা বিশ্ববিদ্যালয়ের এরিয়াসহ পাবনা সদরের বিভিন্ন স্থানে রিফ্লেক্টিভ পথনির্দেশিকা স্থাপন, সাংকেতিক চিহ্নের কর্মশালা ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছি। এছাড়াও আমরা বেশ কিছু পরিকল্পনা হাতে নিয়েছি যা নিরাপদ সড়ক নির্মাণে সহায়ক ভূমিকা পালন করবে।”

সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, “পাবনাতে নিরাপদ সড়ক বিনির্মাণে আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করে যাবো ইন শা আল্লাহ।”

ইয়েলো ল্যাম্প কেন্দ্রীয় কমিটির ঘোষণাপত্র অনুসারে আগামী ৩০ জুন এর মধ্যে উক্ত পাঁচ সদস্যের কমিটি পাবিপ্রবিতে পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা দেবেন।

বিপি/এএস

শেয়ার