Top
সর্বশেষ
শতাধিক পণ্য সেবায় শুল্ক–কর বাড়লো পুঁজিবাজারের অনিয়ম অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠনের দাবি আকুর বিল পরিশোধের পর কমেছে রিজার্ভ ‘আর মাত্র কিছুদিন! এরপর জনগণ আপনাদের নিশ্চিহ্ন করে দিবে’ গ্যাসের দাম ১৫২ শতাংশ বৃদ্ধির প্রস্তাব: শিল্প-বাণিজ্যে অশনিসংকেত দেখছেন ব্যবসায়ীরা ‘৪৩তম বিসিএসে বাদ পড়াদের বেশিরভাগই চাকরিতে যোগ দিতে পারবেন’ রাশিয়ার সামরিক বিমানঘাঁটির তেলের ডিপোয় ইউক্রেনের হামলা ২২৭৬ নেতাকর্মীকে গুম-খুনের অভিযোগ নিয়ে ট্রাইব্যুনালে বিএনপি মালয়েশিয়ায় ৬৪ বাংলাদেশি অভিবাসী আটক রাষ্ট্রীয় পদমর্যাদা ক্রম ঠিক করতে আপিল বিভাগে আবেদন, শুনানি ১৬ জানুয়ারি

রংপুরে ধান কাটা মারাই কাজে ব্যবহার করা হচ্ছে আধুনিক সব যন্ত্রপাতি

১৬ জুন, ২০২২ ৫:৪২ অপরাহ্ণ
রংপুরে ধান কাটা মারাই কাজে ব্যবহার করা হচ্ছে আধুনিক সব যন্ত্রপাতি
রংপুর প্রতিনিধি :

রংপুরে ধান কাটা মারাই কাজে ব্যবহার করা হচ্ছে আধুনিক সব যন্ত্রপাতি। প্রতি বছরে কৃষি কাজে যোগ হচ্ছে নতুন নতুন কম্বাইন হারভেস্টার,রিপার এবং ট্রান্সপ্লান্টার যন্ত্র । কয়েক বছর আগে কৃষি কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রের সংখ্যা ছিলো ১৫৫টি।

সরকার কৃষি কাজে ভর্তুকি দেওয়ায় এসব যন্ত্রের ব্যবহার ৪গুন বৃদ্ধি পেয়েছে। এতে করে কৃষকের আর্থিক ব্যয় কমার পাশাপাশি সময় বেচেছে। চলতি বোরো মৌসুমে রংপুর জেলায় ধান কাটা ও মাড়াইয়ে যন্ত্রের ব্যবহারের ফলে কৃষকের প্রায় ১৪ কোটি টাকারও বেশি সাশ্রয় হবে বলে জানিয়েছে রংপুর কৃষি বিভাগের কর্মকর্তারা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, সরকারের ভুর্তকির মাধ্যমে ১০১৯-২০ অর্থবছর থেকে (২০২১-২২) অর্থবছর পর্যন্ত রংপুরে কৃষি যান্ত্রিকীকরনে যোগ হয়েছে মোট ৭১৭টি যন্ত্র।

এর মধ্যে কম্বাইন হারভেস্টার হচ্ছে ২১২টি , রিপার হচ্ছে ৩৮৪টি এবং ট্রান্স প্লান্টার হচ্ছে ১২১ টি। ৩ বছর আগে জেলায় এই কার্যক্রম শুরু হওয়ার সময় কম্বাইন হারভেস্টার ৩৫টি, রিপার ৮৫টি এবং ট্রান্স প্লান্টার ছিলো ৩৫টি।

জেলায় ২০২১-২২ বোরো মৌসুমে ধান চাষ হয়েছে ১ লাখ ৩১ হাজার ৯৫০ হেক্টর জমিতে। এবার জেলায় সম্ভাব্য শতকরা ১৪ ভাগ জমির কাটামাড়াই কম্বাইন হারভেস্টার যন্ত্রের মাধ্যমে সম্পন্ন হবে বলে ধারনা করা হচ্ছে। যা শুরুতে শতকরা ৫ ভাগ ছিলো বলে জানা গেছে। জেলার পীরগাছা উপজেলার পারুল ইউনিয়নের কৃষক তফের উদ্দিন জানান, চলতি বোরো মৌসুমে জমি থেকে ধান কেটে বাড়িতে আনতে কষি শ্রমিককে দিয়ে হয়েছে প্রায় ৪ হাজার টাকা। তার জমি গুলোর অবস্থান নিচুতে হওয়ায় যন্ত্র ব্যবহার করতে পারছেন না। এতে করে তার খরচ হয়েছে বেশি। গত ৩ বছর ধরে জেলার ৮ উপজেলার বিভিন্ন এলাকায় ধান ও গম কর্তনে কম্বাইন হারভেস্টার কৃষকদের আস্থা অর্জন করেছে।

সুবিধাভোগী কৃষকরা জানান, এই যন্ত্রের ব্যবহারে তাদের আর্থিক সাশ্রয় যেমন হচ্ছে তেমনি সময়ের অপচয় কম হচ্ছে। তবে তারা কম্বাইন হারভেস্টারের স্বল্পতা দূর করার জন্য বেশি সংখ্যক কৃষককে শহজ শর্তে সরকারি ভর্তুকি বৃদ্ধির দাবি জানান।

কৃষক আকরাম হোসেন জানান, সরকারি ভর্তুকির ১২ লাখ ৫০ হাজার টাকা ও নিজের টাকাসহ ২৮ লাখ ৫০ হাজার টাকা দিয়ে কম্বাইন হারভেস্টার যন্ত্র কিনেছি। এবার বোরো মৌসুমে তিনি জমির ধান কাটা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। প্রতিদিন ১৫ থেকে ১৭ বিঘা জমির ধান কাটা সম্ভব। ৫০শতক জমির ধান কাটা মাড়াই করতে পারিশ্রমিক নেয়া হচ্ছে ৩ হাজার থেকে সাড়ে ৩ হাজার টাকা। একই পরিমাণ জমির ধান শ্রমিককে দিয়ে শুধু কেটে বাড়িতে আনতে পারিশ্রমিক লাগছে প্রায় ৬ হাজার টাকা।

তিনি বলেন ৫০ শতক জমির ধান কাটতে ডিজেল লাগে ৮ লিটার। তবে তিনি মনে করেন অনেক স্থানে এখনও কৃষকরা যন্ত্রের মাধ্যমে ধান ও গম কাটা মাড়াইয়ের সুবিধা সম্পর্কে ভালোভাবে অবগত নন। তাই তিনি এই বিষয়ে স্থানীয় কৃষি বিভাগের সহায়তা চেয়েছেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুরের অতিরিক্ত উপপরিচালক অশোক কুমার রায় জানান, সরকার কৃষি যান্ত্রিকীকরণে ভর্তুকি দেয়া সহ নানা ভাবে কৃষকদের উৎসাহ দিচ্ছেন। গত ৩ বছর ধরে জেলায় কৃষিকাজে যন্ত্রের ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে কৃষি শ্রমিক সংকট এবং ধান ও গম নিখুঁত ভাবে কাটামাড়াই হওয়ায় কৃষকদের মাঝে কম্বাইন হারভেস্টারের ব্যাপক চাহিদা সৃষ্টি হয়েছে। এই যন্ত্র দিয়ে একদিনে প্রায় ১০ একর জমির ধান কাটামাড়াই করা সম্ভব।

প্রতি একরে যদি ধান কাটা ও পৌছে দেয়া পর্যন্ত শ্রমিকরা ১২ হাজার টাকা পারিশ্রমিক নেন তাহলে যন্ত্রের মাধ্যমে কাটামাড়াই এবং ধান বস্তায় ভরতে খরচ হবে মাত্র ৬ হাজার টাকা । ফলে চলতি বোরো মৌসুমে জেলায় কৃষকের সাশ্রয় হয়েছে প্রায় ১৪ কোটি টাকারও বেশি বলে তিনি জানান। তিনি আরো বলেন, কম্বাইন হারভেস্টারের পাশাপাশি ধান রোপনের জন্য ট্রান্স প্লান্টার এবং শুধু কর্তনের জন্যর রিপারের এলাকা ভিত্তিক কৃষকদের আগ্রহ দেখা দিয়েছে।

বিপি/এএস

শেয়ার