রংপুর বিভাগের আট জেলায় এবার কোরবানীর ঈদে চাহিদার চেয়ে দেড়গুণ বেশি পশু প্রস্তুত আছে বলে জানিয়েছেন রংপুর বিভাগীয় প্রাণি সম্পদ অধিদপ্তর। তারা জানান, এবারও পশুর কোন ঘাটতি হবেনা। প্রয়োজন পড়বেনা ভারতীয় গবাদি পশুর। তবে খামারীদের আশঙ্কা পশু খাদ্যের দাম বৃদ্ধির কারণে কোরবানির হাট বাজারগুলোতে পশুর সরবরাহ কম থাকবে।
রংপুর বিভাগীয় প্রাণি সম্পদ অধিদপ্তর সূত্রে জানা গেছে, বিভাগের ৮ জেলায় এবার ১৮ লাখ ৯০ হাজার ৩২৪টি কোরবানির পশু প্রস্তুত রাখা হয়েছে। এর মধ্যে গবাদি পশু রয়েছে ৬ লাখ ৭৯ হাজার ৩৩৮টি, ছাগল ও ভেড়া ১২ লাখ ৮ হাজার ৯৮০ ও মহিষ ২ হাজার ৬টি।
এরমধ্যে, রংপুরে রয়েছে, ৩ লাখ ৫৩ হাজার ৬১০টি, গাইবান্ধায় ২ লাখ ২ হাজার ৯৪৪ টি, কুড়িগ্রামে ২ লাখ ৬৬ হাজার ৪০১টি, লালমনিরহাটে ১ লাখ ৭৮ হাজার ৭৭৫টি, নীলফামারীতে ২ লাখ ৯৮০টি, ঠাকুরগাঁওয়ে ১ লাখ ৫১ হাজার ৬৩৯টি, দিনাজপুরে ৪ লাখ ৭০৩ টি ও পঞ্চগড়ে ১ লাখ ৩৫ হাজার ২৭২টি। এর বিপরীতে চাহিদা রয়েছে ১৩ লাখ। বর্তমানে খামারীর সংখ্যা ২ লাখ ২৩ হাজার ৪১৮টি।
খোঁজ নিয়ে জানা গেছে, অধিকাংশ খামারে এবার গবাদি পশু মোটাতাজাকরণ হয়নি। খামারীদের দাবি পশু খাদ্যের দাম অনেক বেড়েছে। এজন্য আগের মতো চাহিদা অনুযায়ী পশুদের খাদ্য খাওয়াতে পারছেনা। এধরণের গবাদি পশু হাট বাজারে না তোলার
পক্ষে তারা।
রংপুর বিভাগীয় ও জেলা ডেইরী ফামার্স অ্যাসোসিয়েশনের সভাপতি লতিফুর রহমান মিলন জানান, গমের ভূসি, কুড়াসহ অন্যান্য পশু খাদ্যের দাম দেড়গুণ বেড়ে গেছে। তিন মাস আগে এসব খাদ্য কেজি প্রতি ৩০ থেকে ৩২ টাকায় বিক্রি হতো। এখন তা বেড়ে ৫০ থেকে ৫৪ টাকায় বিক্রি হচ্ছে। একারণে গবাদি পশুর দামও পাল্লা দিয়ে বাড়ছে। ৩ থেকে ৪ মণ মাংসের দেশি গবাদি পশু গতবার ছিল ৬০ থেকে ৭০ হাজার টাকা। বর্তমানে ৯০ থেকে ১ লাখ টাকায় বিক্রি হচ্ছে। তবে সাধারণ ক্রেতাদের তা নাগালের বাইরে। রংপুর বিভাগীয় প্রাণি সম্পদ অধিদপ্তরের পরিচালক ওয়ালিউর রহমান আকন্দ জানান, এবার চাহিদার দেড়গুণ বেশি কোরবানির পশু প্রস্তুত রয়েছে। এতে করে কোন ঘাটতি হবেনা বলে তিনি দাবি করেন।