Top
সর্বশেষ

খালেদা জিয়ার রোগমুক্তি  কামনায় জাবি ছাত্রদলের মিলাদ ও দোয়া মাহফিল 

১৬ জুন, ২০২২ ৬:৩৩ অপরাহ্ণ
খালেদা জিয়ার রোগমুক্তি  কামনায় জাবি ছাত্রদলের মিলাদ ও দোয়া মাহফিল 
জাবি প্রতিনিধি :

বিএনপি’র চেয়ারপার্সন, সাবেক তিন তিন বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের মিলাদ ও দোয়া মাহফিল  অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয় সংলগ্ন মসজিদে। 

১৬ জুন (বৃহস্পতিবার) বাদ আসর অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদ্য সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জহির উদ্দিন মোঃ বাবর, শহীদ সালাম বরকত হলের যুগ্ম আহ্বায়ক মোঃ আফ্ফান আলী, বিশ্বিবদ্যালয় ছাত্রদলের সদ্য সাবেক যুগ্ম সম্পাদক রাধেশ্যাম বিশ্বাস রাজেস, শহীদ রফিক জব্বার হলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রাশেদুল ইসলাম রোমান, শেখ মুজিব হলের ছাত্রনেতা মাজহারুল আমিন তমাল, শহীদ সালাম বরকত হলের ছাত্রনেতা ইনজামামুল হক তুহিন, বিশ্বকবি রবীন্দ্রনাথ হল ছাত্রনেতা সাব্বির আহমেদ, বকুল হোসেন, সালমান আহমেদ, হামিদুল্লাহ সালমান, মেহেদী হাসান ইমন সহ বিভিন্ন হলের নেতৃবৃন্দ।

দোয়া মাহফিল শেষে শহীদ সালাম বরকত হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ আফফান আলী বলেন, আওয়ামী দুঃশাসন কে দীর্ঘায়িত করতে বর্তমান ভোটার বিহীন সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সবসময়ই তাদের প্রধান বাধা ও হুমকি মনে করে, ফলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার পরিকল্পনার অংশ হিসেবে তাঁর পরিপূর্ণ চিকিৎসার জন্য বিদেশে চিকিৎসায় বারবার বাধা দিচ্ছে। দেশনেত্রীর বিরুদ্ধে যে কোন যড়যন্ত্রের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল দাঁতভাঙা জবাব দেওয়ার জন্য সবসময় প্রস্তুত।

শেয়ার