জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদ এর আয়োজনে দেয়ালিকা ও সাহিত্য পত্রিকার প্রতিপাদ্য -“ভাবনায় স্বপ্নের পদ্মা সেতু ” শিরোনামে লেখা ছড়া, কবিতা, ছোট গল্প,প্রবন্ধ, লৌকিক গল্প আহ্বান করা হয়েছে। ছাড়াও চিত্রাঙ্কনে পদ্মা সেতু পাঠিয়ে আকর্ষণীয় পুরস্কার ও সার্টিফিকেট পাওয়ার সুযোগ।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদের আহ্বায়ক আলিমুল ইসলাম বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার দৃঢ় প্রত্যয়ে, মাননীয় প্রধানমন্ত্রীর এই স্বপ্নের পদ্মা সেতু উদ্ভাবনে, বিশ্ববিদ্যালয় পর্যায়ে কোন সংগঠনের, কর্মতৎপরতা না দেখে আমাদের এই আয়োজন “সাহিত্যিকদের ভাবনাই স্বপ্নের পদ্মা সেতু” এই পদ্মা সেতু আমাদের জীবনের অস্তিত্বের সঙ্গে মিশ্রিত, অ্যাম্বুলেন্সে রোগীর কান্নার আহাজারি আর শুনতে হবে না, সকল চ্যালেঞ্জকে মোকাবেলা করে প্রধানমন্ত্রী উপহার এই স্বপ্নের পদ্মা সেতু, সাহিত্যিকদের চিন্তার মধ্য দিয়ে আরো সমাদৃত হোক, এই প্রত্যাশা নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদের এই আয়োজন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদের সদস্য সচিব সিরাজুল ইসলাম বলেন মুক্তিযুদ্ধ স্বদেশ ও সাহিত্য চেতনাই তারুণ্যের স্বপ্ন গল্প স্লোগানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদের পদযাত্রা, তারই ধারাবাহিকতায় বাংলাদেশের ১৮ কোটি মানুষের প্রাণের দাবি ও স্বপ্ন বাস্তবে রূপদানে, মাননীয় প্রধানমন্ত্রীর প্রচেষ্টা ও চ্যালেঞ্জ এর ফলাফল স্বরূপ এই পদ্মা সেতু, জবি সাহিত্য সংসদ এবার আয়োজন করতে যাচ্ছে দেয়ালিকা ও সাহিত্য পত্রিকা।
প্রতিযোগিতায় সকল অংশগ্রহণকারীদের জন্য থাকছে পুরস্কার হিসেবে বঙ্গবন্ধু কর্তৃক রচিত বিখ্যাত সব বই , যা আত্মপ্রত্যয়ী ও দেশপ্রেমী হতে উদ্বুদ্ধ করবে সবাইকে
লেখা পাঠানোর শেষ তারিখ ২০ জুন ২০২২ রাতঃ ১২ঃ০০ মিনিট।
লেখা পাঠানোর ঠিকানা-Dtb.alimul@gmail.com
প্রয়োজনে -01521242220