Top
সর্বশেষ

ক্যান্সারে আক্রান্ত কুবি শিক্ষার্থীর মৃত্যু

১৭ জুন, ২০২২ ১:৪৪ অপরাহ্ণ
ক্যান্সারে আক্রান্ত কুবি শিক্ষার্থীর মৃত্যু
কুবি প্রতিনিধি :

ব্লাড ক্যান্সারে (টিএলএল) আক্রান্ত হয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মেহেদি হাসান মৃত্যুবরণ করেছেন।

শুক্রবার (১৭ জুন) সকাল সাড়ে ৭টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।

বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থীর অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

মেহেদী হাসান কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সানন্দা গ্রামের বাসিন্দা। ২০২১ সালের ১০ অক্টোবর মেহেদীর শরীরে ব্লাড ক্যান্সার শনাক্ত হয়। যার চিকিৎসার জন্য প্রায় ৬০ লক্ষ টাকা প্রয়োজন ছিলো।

মেহেদীর বাবা বলেন, অনেক চেষ্টার পরেও আমরা মেহেদীকে বাঁচাতে পারিনি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং মেহেদীর সহপাঠীদের কাছে আমরা কৃতজ্ঞ। আমি সকলের কাছে আমার ছেলের জন্য দোয়া চাই।

এর আগে গতবছর ২৯ জুলাই তানিন মেহেদী নামের আরেক শিক্ষার্থী ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় শিক্ষার্থী হিসেবে ক্যান্সারে আক্রান্ত হয়ে এবার মারা যান মেহেদী হাসান।

শেয়ার