Top
সর্বশেষ

সিরাজগঞ্জে যমুনায় বজ্রপাতে ব্যবসায়ী নিহত

১৭ জুন, ২০২২ ৩:৪৮ অপরাহ্ণ
সিরাজগঞ্জে যমুনায় বজ্রপাতে ব্যবসায়ী নিহত
এস.এম.মাসুদ রানা, সিরাজগঞ্জ :

সিরাজগঞ্জে যমুনা নদীতে ইটবাহী নৌকায় বজ্রপাতে আব্দুর রাজ্জাক মুন্সী (৫০) নামে এক ব্যবসায়ী নিহত ও দুই শ্রমিক আহত হয়েছে। নিখোঁজ ব্যবসায়ী রাজ্জাক মুন্সী সদর উপজেলার যমুনার দুর্গম চরাঞ্চলের কাটাঙ্গার চরের বর্ণি গ্রামের দরবেশ আলী মুন্সীর ছেলে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, মাননিয় প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ন প্রকল্পের ঘর নির্মাণ কাজের ইট নিয়ে নৌকায় করে সদর উপজেলার যমুনার দুর্গম চরাঞ্চল বর্ণি গ্রামে যাচ্ছিল।

শুক্রবার (১৭ জুন) দুপুর ১২ টার দিকে বর্ণি গ্রামের কাছাকাছি পৌঁছলে প্রচন্ড বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এক পর্যায়ে নৌকার ওপর বজ্রপাত হলে ব্যবসায়ী আব্দুর রাজ্জাক মুন্সী নৌকা থেকে পড়ে নিখোঁজ হয়। এ সময় শহরের একডালা মহল্লার সাইফুল (২৮) ও শামীম (৩২) নামের ২ শ্রমিক আহত হয়। পরে নৌকায় থাকা অন্য শ্রমিক ও স্থাণিয়রা খোঁজাখুঁজির এক পর্যায়ে দুপুর ২টার দিকে যমুনা নদী থেকে ব্যবসায়ী রাজ্জাক মুন্সীর লাশ উদ্ধার করা হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এবং কোন অভিযোগ না থাকায় নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।

শেয়ার