Top
সর্বশেষ
শতাধিক পণ্য সেবায় শুল্ক–কর বাড়লো পুঁজিবাজারের অনিয়ম অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠনের দাবি আকুর বিল পরিশোধের পর কমেছে রিজার্ভ ‘আর মাত্র কিছুদিন! এরপর জনগণ আপনাদের নিশ্চিহ্ন করে দিবে’ গ্যাসের দাম ১৫২ শতাংশ বৃদ্ধির প্রস্তাব: শিল্প-বাণিজ্যে অশনিসংকেত দেখছেন ব্যবসায়ীরা ‘৪৩তম বিসিএসে বাদ পড়াদের বেশিরভাগই চাকরিতে যোগ দিতে পারবেন’ রাশিয়ার সামরিক বিমানঘাঁটির তেলের ডিপোয় ইউক্রেনের হামলা ২২৭৬ নেতাকর্মীকে গুম-খুনের অভিযোগ নিয়ে ট্রাইব্যুনালে বিএনপি মালয়েশিয়ায় ৬৪ বাংলাদেশি অভিবাসী আটক রাষ্ট্রীয় পদমর্যাদা ক্রম ঠিক করতে আপিল বিভাগে আবেদন, শুনানি ১৬ জানুয়ারি

উলিপুরের নিম্নাঞ্চল প্লাবিত, ফসলের ব্যাপক ক্ষতি

১৭ জুন, ২০২২ ৪:২৬ অপরাহ্ণ
উলিপুরের নিম্নাঞ্চল প্লাবিত, ফসলের ব্যাপক ক্ষতি
রোকন মিয়া, উলিপুর (কুড়িগ্রাম) :

টানা ভারী বর্ষণ ও উজানের ঢলের কারণে কুড়িগ্রামের উলিপুরে ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি পেয়ে বন্যা সৃষ্টি হয়েছে। তিস্তা, ধরলা নদী ও ব্রহ্মপুত্র নদের পানি ক্রমাগত পাল্লা দিয়ে বাড়ছে। ফলে উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানি বন্দী হয়ে পড়েছে এসব এলাকার শতাধিক পরিবার। পানি বাড়ার সাথে সাথে তিস্তা ও ব্রহ্মপুত্রে ভাঙ্গন বাড়ছে। ফলে উদ্ভুত পরিস্থিতিতে নদনদী পাড়ের বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক দেখা গেছে।

আজ শুক্রবার সকাল ১২ টায় ধরলা নদীর সেতু পয়েন্টে পানি বিপদসীমার ১২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। ব্রহ্মপুত্রের পানি চিলমারী পয়েন্টে বিপদসীমার ৮ সেন্টিমিটার ওপরে ছিল।তবে এখনও তিস্তার পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘন্টায় নদনদীগুলোতে ১৫ থেকে ৪০ সেন্টিমিটার পানি বেড়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

জানা গেছে, কুড়িগ্রাম জেলার প্রধান নদীগুলোতে পানি বৃদ্ধি পাওয়ায় চরাঞ্চলের ঘরবাড়িতে পানি উঠেছে। উলিপুরের পূর্ব অংশ ধরলা ও ব্রহ্মপুত্র অববাহিকার হাতিয়া, বেগমগঞ্জ, সাহেবের আলগা, বুড়াবুড়ি ইউনিয়ন এবং পশ্চিম অংশে তিস্তা অববাহিকার থেতরাই, দলদলিয়া, বজরা,গুনাইগাছ, তবকপুর ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে করে কয়েক হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। চরের প্রধান সড়ক থেকে শুরু করে আমনের বীজতলা, পাট, সবজি, ভুট্টাসহ বিভিন্ন ফসলের খেত পানিতে তলিয়ে গেছে। পানি বাড়ার সঙ্গে সঙ্গে উপজেলায় নদীভাঙন দেখা দিয়েছে। তিস্তার বজরা ইউনিয়নের সাতালস্কর, পুরান বজরা, থেতরাই ইউনিয়নের অর্জুন, ঠুডাপাইকর, দলদলিয়ার লাল মাসজিদ এলাকা, বেগমগঞ্জের মোল্লারহাট, পুরাতন অনন্তপুরে নদী ভাঙনের খবর পাওয়া গেছে। কয়েকটি স্পটে নদীরভাঙন তীব্র রূপ নিয়েছে।

গুনাইগাছ ইউনিয়নের সন্তোষ অভিরামের বাসিন্দা নুর ইসলাম ও রফিকুল বলেন, তিস্তা নদীতে কাল যা পানি দেখছি আইজ তা ডাবল। ক্ষেত খামার ডুবি গেইছে বাপু। বাড়ির চাইরপাশে পানি। কখন ব্যান বাড়িত পানি উঠে।

বাদামচাষী আবুল হোসেনের, লুৎফর রহমান ও নুরুজ্জামান বলেন, কয়েকশ হেক্টর বাদাম ডুবি গেছে। তড়িঘড়ি করে বাদাম তুলছি। অনেকে বাদাম বানের পানিতে ভিজে গেছে। বাদামের আশা শেষ। দেখেননা চাইরো পার্শে সবাই বাদাম নিয়ে কি ব্যস্ততার মধ্যে পড়ি গেইছে।

বেগমগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোন্নাফ আলী বলেন, হুহু কইরা পানি বাড়তাছে। অবস্থা খুব খারাপ। আমার ওয়ার্ডের নিচু অংশের অনেক বাড়িঘরে পানি ঢুইকা পড়ছে। আর দুই একদিন পানি বাড়লে সব বাড়িঘরে পানি ঢুকবো।

কুড়িগ্রাম পাউবোর নির্বাহী প্রকৌশলী আবদুল্লাহ আল মামুন বলেন, বন্যার পানি ক্রমাগত বাড়ছে। নদ–নদীর অববাহিকায় থাকা চরগুলোতে পানি উঠেছে। তবে বন্যা পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আব্দুল হাই সরকার জানান, সরকারিভাবে কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ৯ হাজার মানুষ পানিবন্দি হয়েছে বলে তথ্য পেয়েছি। এ জন্য ওই উপজেলায় ১০ মেট্রিক টন চাল ও দেড় লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়াও আপৎকালীন ৪শ মেট্রিক টন চাল ও ২০ লাখ টাকা আমাদের কাছে মজুদ রয়েছে।

জেলা প্রশাসক রেজাউল করিম বলেন, আমাদের কাছে পর্যাপ্ত ত্রাণ আছে। প্রয়োজনীয় প্রস্তুতিও নেওয়া হয়েছে।

শেয়ার