সিরাজগঞ্জের সলঙ্গা থানার ভট্ট মাঝরিয়া পাড়া গ্রামে অভিযান চালিয়ে বিপুল পরিমান ইয়াবা, হেরোইন ও গাঁজার গাছসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২ সদস্যরা।
গ্রেপ্তারকৃতরা হলো- সলঙ্গা থানার ভট্ট মাঝরিয়া পাড়া গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে মোঃ হেলাল (৪৪), একই এলাকার কাশিয়ার চর গ্রামের মৃত শাহেদ আলীর ছেলে মোঃ আব্দুল আলীম (৪০), ওলিদহ গ্রামের মোঃ আফছার আলীর ছেলে মোঃ হযরত আলী (২৪) ও উল্লাপাড়া উপজেলার বানিয়াকৈর গ্রামের মৃত মোজাহার আলীর ছেলে মোঃ ফরজ আলী (৪৮)। র্যাব-১২’র এ্যাডজুটেন্ট ও অপ্স অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ৩টার দিকে সিরাজগঞ্জের সলঙ্গা থানার ভট্ট মাঝরিয়া পাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট, ৩৪ গ্রাম হেরোইন, ২ টি গাঁজার গাছ উদ্ধারসহ ১টি চাইনিজ কুড়াল, ১টি স্টিলের কভারযুক্ত ছোরা, ১টি মোটরসাইকেল ও ২টি মোবাইল জব্দ করা হয়েছে।
তারা দীর্ঘদিন ধরে আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।