Top
সর্বশেষ

বিশ্বনবীকে কুটক্তির প্রতিবাদে ভারতীয় পণ্য বয়কটের আহ্বান

১৭ জুন, ২০২২ ৮:৪৪ অপরাহ্ণ
বিশ্বনবীকে কুটক্তির প্রতিবাদে ভারতীয় পণ্য বয়কটের আহ্বান
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পলশা গ্রামের সর্বস্তরের জণগনের ব্যান্যারে তীব্র নিন্দা ও প্রতিবাদ মিছিল করেছে কয়েকটি মসজিদের মুসল্লিরা। ভারতের ক্ষমতাসীন দল বিজেপি’র দুই নেতার মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) সর্ম্পকে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে মুসল্লীরা প্রতিবাদে মিছিল করে।

শুক্রবার (১৭ জুন) পবিত্র জুমার দিন নামাজ শেষে প্রতিবাদ মিছিলটি সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের পলশা মিশন বাজার থেকে বের হয়ে ৪টি গ্রাম প্রদক্ষিণ করে একই স্থানে এসে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, পলশা উত্তরপাড়া জামে মসজিদের ইমাম আস্তারুল ইসলাম বিন আব্দুস সামাদ, পলশা দক্ষিণ পাড়ার ইমাম জয়নুল হক, বালিয়াডাঙ্গার ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মাহবুবুর রহমান, রসুলপুর জামে মসজিদের ইমাম হুমায়ন কবিরসহ মুসল্লীরা।

এসময় বক্তারা ভারতের ক্ষমতাসীন দল বিজেপি’র দুই নেতা কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) সর্ম্পকে কুরুচিপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা জানান। এছাড়াও কটুক্তিকারীদের অতিসত্ত্বর দৃষ্টান্তমুলক শাস্তি দাবি এবং ভারতীয় সকল পণ্য বয়কটের আহ্বান জানান সমাবেশে।

শেয়ার