Top
সর্বশেষ

সীমান্তে ৮ লাখ টাকার ইয়াবা-ফেনসিডিল উদ্বার

১৭ জুন, ২০২২ ৮:৫৫ অপরাহ্ণ
সীমান্তে ৮ লাখ টাকার ইয়াবা-ফেনসিডিল উদ্বার
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্ত হতে মালিকবিহীন ২ হাজার পিস ইয়াবা ও ৪৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি। শুক্রবার (১৭ জুন) ভোলাহাট উপজেলার বিলভাতিয়া ও চাকপাড়া হতে রাত ১২টা ১০ মিনিট ও ভোর সাড়ে ৪টার দিকে পৃথক অভিযানে এসব মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির ৫৯ ব্যাটলিয়নের সদস্যরা।

৫৯ বিজিবি ব্যাটলিয়নের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, শুক্রবার রাত ১২টা ১০ মিনিটের দিকে ভোলাহাট উপজেলার বিলভাতিয়া বিওপির নায়েক আব্দুল মাজেদের নেতৃত্বে টহল দল সীমান্ত পিলার ১৯১ মেইন হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিল ভাতিয়া নামক স্থানে অভিযান পরিচালনা করে। এসময় মালিকবিহীন ভারতীয় ৪৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করে বিজিবি। উদ্বারকৃত ফেনসিডিলের বাজারমূল্য ১ লাখ ৭২ হাজার টাকা।

প্রেস বিজ্ঞপ্তিতে ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মো. আমীর হোসেন মোল্লা আরও জানান, একই দিন ভোর সাড়ে ৪টার দিকে বিজিবির চকপাড়া বিওপির হাবিলদার জিয়াউর রহমানের নেতৃত্বে টহল দল সীমান্ত পিলার ১৮৩/৪-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নামোচকপাড়া নামক স্থানে অভিযান পরিচালনা করে। এসময় মালিকবিহীন ভারতীয় ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য ৬ লাখ টাকা।

উদ্বারকৃত মাদকদ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও চোরাকারবারীরা অবৈধ মালামাল নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে সীমান্তে টহল জোরদার করার পাশাপাশি বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানান ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মো. আমীর হোসেন মোল্লা।

শেয়ার