Top
সর্বশেষ

নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ: দুইদিন পর লাশ উদ্ধার

১৮ জুন, ২০২২ ২:৪৮ অপরাহ্ণ
নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ: দুইদিন পর লাশ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় ৮ বছর বয়সী এক শিশু। নিখোঁজের দুই দিন পর নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের বাহির মল্লিকপুর ঘাটে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৮ জুন) সকালে মরদেহ ভেসে যাওয়া দেখতে পেয়ে মরদেহটি উদ্ধার করে স্থানীয়রা।

নিহত শিশু ভোলাহাট উপজেলার পোলাডাঙ্গা নিমগাছি এলাকার খাইরুল ইসলামের ছেলে মো. সিফাত আলী (০৮)।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১৬ জুন) দুপুরে মহানন্দা নদীতে গোসল করতে নেমে পানিতে তলিয়ে যায় সে। পরে তার পরিবারের লোকজন, স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্বার অভিযান চালিয়েও তাকে খুঁজে পায়নি৷

প্রত্যক্ষদর্শী আল-আমিন জানান, দুইদিনের মরদেহ হওয়ায় শরীর ফুলে গেছে। এমনকি মরদেহের বিভিন্ন জায়গার চামড়া উঠে গেছে। ভোলাহাটে ডুবেছে, এরপর পানিতে ভাসতে ভাসতে প্রায় ৫০ কিলোমিটার দূরে এসে মরদেহ উদ্ধার হয়েছে।

নাচোল থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মিন্টু রহমান মুঠোফোনে বলেন, মহানন্দা নদীর বাহির মল্লিকপুর এলাকায় স্থানীয়রা নদীতে মরদেহ ভাসতে দেখে আটকায়। পরে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। নিহত শিশুটির পরিবার এসে মরদেহটি তাদের বলে নিশ্চিত করে। পরে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা শেষে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হয়েছে।

 

শেয়ার