Top
সর্বশেষ

চাকরি না পেয়ে হতাশায় গলায় ফাঁস যুবকের

১৮ জুন, ২০২২ ২:৫৩ অপরাহ্ণ
চাকরি না পেয়ে হতাশায় গলায় ফাঁস যুবকের
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জে টাকা দিয়েও সেনাবাহিনীর চাকুরি না পাওয়ার পর ঘুষ বাবদ দেয়া টাকা ফেরত না পেয়ে হতাশায় এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে। শনিবার (১৮ জুন) সকাল সাড়ে ৯টার দিকে গোমস্তাপুর উপজেলার কলাদিয়ার গ্রামের সুজাউদ্দিনের আম বাগানে ওই যুবক আত্মহত্যা করে। নিহত যুবক গোমস্তাপুর উপজেলার নিমতলা গ্রামের আবুল কালাম আজাদ রেন্টুর ছেলে সুমন আলী (২৬)।

স্থানীয় বাসিন্দা, নিহতের পরিবার, জনপ্রতিনিধি ও পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় একটি এনজিও-তে মাঠকর্মীর করতো সুমন আলী। তাকে সেনাবাহিনীতে চাকুরি পাইয়ে দেয়ার কথা জানান একই এলাকার বাসিন্দা ও ফটোকপির দোকানদার মৃত মহসীনের ছেলে সানাউল্লাহ৷ সেনাবাহিনীতে চাকুরি করিয়ে দেয়ার নামে সুমনের কাছ থেকে ৮ লাখ ৭০ হাজার টাকা নেন সানাউল্লাহ। পরে টাকা দিয়ে গেলেও চাকুরি হয়নি সুমনের।

জানা যায়, দীর্ঘদিন ধরে চাকুরির নামে দেয়া টাকা ফেরত চাইলেও দিতে নানারকম টালবাহানা করে দালাল সানাউল্লাহ। এরই সূত্র ধরে শনিবার ফজর আজানের পর বাড়িতে কাউকে না জানিয়ে বের হয়ে যায় সুমন৷ পরে সকাল সাড়ে ৭টার দিকে সুজাউদ্দিনের আমবাগানের একটি গাছের ডালে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

নিহতের মা পারুল বেগম ও তার পরিবারের দাবি, ধারদেনা করা টাকা দিয়েও চাকুরি পায়নি সুমন। এনিয়ে হতাশা ছিল। সানাউল্লাহর কাছে বারবার ঘুরেঘুরে টাকা দিতে অস্বীকৃতি জানায় দালাল সানাউল্লাহ। এনিয়ে হতাশায় সে আত্মহত্যা করেছে।

গোমস্তাপুর ইউনিয়ন পরিষদের সদস্য আনারুল ইসলাম বলেন, চাকুরির নামে নেয়া টাকা ফেরত দেয়া নিয়ে এর আগে তাদের মধ্যে গোমস্তাপুর বাজারে ঝামেলা হয়েছে। এমনকি স্থানীয়ভাবে শালিশ করতে বসলেও এর কোন সমাধান হয়নি৷ উল্টো দালাল সানাউল্লাহ সুমনের নামে থানায় অভিযোগ করেছিল। এবিষয়টি নিয়েই হতাশায় সে আত্মহত্যা করেছে।

গোমস্তাপুর থানার অফিসার-ইন-চার্জ (ওসি) দিলীপ কুমার দাস জানান, স্থানীয়রা গাছের ডালে ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে। এঘটনায় মূল অভিযুক্ত সানাউল্লাহকে পুলিশ আটক করেছে। এছাড়াও আত্নহত্যায় প্ররোচনা দেয়ায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার