Top
সর্বশেষ

সিরাজগঞ্জে যমুনার পানি বিপৎসীমার উপরে

১৮ জুন, ২০২২ ৩:৩৩ অপরাহ্ণ
সিরাজগঞ্জে যমুনার পানি বিপৎসীমার উপরে
এস.এম.মাসুদ রানা,সিরাজগঞ্জ :

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে ও প্রবল বর্ষণে যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়ে সিরাজগঞ্জ পয়েন্টে বিপৎসীমা ছুঁই ছুঁই ও কাজিপুর পয়েন্টে বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

শনিবার (১৮ জুন) সকালের রেকর্ড অনুযায়ী গত ২৪ ঘণ্টায় কাজিপুর পয়েন্টে ৩৬ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং সিরাজগঞ্জ পয়েন্টে ৪২ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার মাত্র ৪ সেন্টিমিটার নীচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। একারণে সিরাজগঞ্জে এবার বন্যার আশংকা করা হচ্ছে।

পানি বৃদ্ধি অব্যাহত থাকায় যমুনা তীরবর্তী কাজিপুর, বেলকুচি, চৌহালী, শাহজাদপুর ও সিরাজগঞ্জ সদর উপজেলার বিস্তির্ণ চরাঞ্চলও প্লাবিত হয়েছে। এসব এলাকার চরাঞ্চলের বাদাম ও পাটসহ বিভিন্ন ফসল ডুবে গেছে এবং নদী তীরবর্তী বিভিন্ন স্থানে নদী ভাঙ্গনও দেখা দিয়েছে। এ ভাঙ্গনে ঘরবাড়ি, ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। এছাড়া করতোয়া, ফুলজোড়, ইছামতি, বড়ালসহ জেলার অভ্যন্তরীণ অন্যান্য নদী ও খাল-বিলের পানি পানি বৃদ্ধিও অব্যাহত রয়েছে। একারণে ফসলি জমি ডুবে যাওয়াসহ বাড়িঘরেও এখন পানি প্রবেশ করেছে।

সেইসাথে চলনবিল অধ্যুষিত তাড়াশ ও উল্লাপাড়া উপজেলার নিম্নাঞ্চলও প্লাবিত হতে শুরু করেছে। সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম জানান, যমুনার পানি বৃদ্ধি অব্যাহত থাকায় কাজিপুর মেঘাই পয়েন্টে যমুনার পানি ইতোমধ্যেই বিপৎসীমা অতিক্রম করেছে এবং সিরাজগঞ্জ শহর পয়েন্টেও ১২ ঘণ্টার মধ্যে বিপৎসীমা অতিক্রম করার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন তিনি।

শেয়ার