অতিবৃষ্টি উজানথেকে আসা ঢলে তিস্তা নদীর পানি কিছুটা বাড়ায় রংপুরের গঙ্গাচড়া, কাউনিয়া ও পীরগাছা উপজেলার নদীগুলোর তীরবর্তী নিম্নাঞ্চল, চর ও দ্বীপচরে বন্যা দেখা দিয়েছে। কিছু এলাকায় পানি কমলেও দেখা দিয়েছে ভাঙ্গন।
বন্যা দূর্গতদের মাঝে ত্রাণ বিতরন করেছে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা। রংপুর পানি উন্নয়ন বোর্ডেও কর্মকর্তারা জানিয়েছেন, উজানের ঢলে যে কোন সময় বাড়তে পারে তিস্তাসহ অন্যান্য নদীর পানি।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে তিস্তা নদীর পানি নীলফামারীর ডালিয়া পয়েন্টে বিপদসীমার ১৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হলে দুপুর থেকে রংপুরের গঙ্গাচড়া, পীরগাছা ও কাউনিয়া উপজেলায় তিস্তা নদীতে পানি বাড়তে থাকে এবং চরাঞ্চলগুলো প্লাবিত হয়।
এতে করে এই তিন উপজেলার ৪ হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়ে। তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে শনিবার সকাল ৬টায় বিপদসীমার ১৫ সেন্টিমিটার, সকাল ৯টায় ২৫ সেন্টিমিটার নিচ দিয়ে, দুপুর ১২টায় বিপদসীমার ২৮ সেন্টিমিটার নিচ দিয়ে, বিকেল ৩টায় পানি বেড়ে বিপদসীমার ২০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে।
রংপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আহসান হাবীব বলেন, আগামী ৪৮ ঘন্টায় ব্রহ্মপুত্র, তিস্তাসহ দেশের বড় নদীগুলোতে পানি বাড়তে পারে এবং আগামী ২৪ ঘন্টায় তিস্তা নদীর পানি বিপদসীমার উপরে যেতে পারে। এদিকে রংপুরে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক আসিব আহসানসহ স্থানীয় প্রশাসন। বন্যা দূর্গতদের মাঝে চালসহ শুকনা খাবার বিতরণ করা হলেও তা চাহিদার তুলনায় অপ্রতুল বলে জানিয়েছেন পানি বন্দি মানুষেরা।