Top
সর্বশেষ

অর্থপাচার রোধে ১০ মাসে ৮৬৬ কোটি টাকা বাজেয়াপ্ত: বিএফআইইউ

১৮ জুন, ২০২২ ৮:৫৭ অপরাহ্ণ
অর্থপাচার রোধে ১০ মাসে ৮৬৬ কোটি টাকা বাজেয়াপ্ত: বিএফআইইউ
নিজস্ব প্রতিবেদক :

সন্দেহজনক লেনদেনের প্রতিবেদন ও তথ্যের ভিত্তিতে বাংলাদেশ থেকে অর্থপাচার ও সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন রোধের প্রধান সংস্থা- বিএফআইইউ।

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে অর্থপাচার ও সন্ত্রাসের অর্থায়ন প্রতিরোধে আওতায় তদন্ত চলাকালিন নয়টি মামলার বিপরীতে ৮৬৬ কোটি টাকা বাজেয়াপ্ত করেছে। এর আগে ২০২০-২১ অর্থবছরে সাতটি মামলার বিপরীতে জব্দ করা হয়েছে ৩৮ কোটি ৩৮ লাখ টাকা। আর গত পাঁচ বছরে ৬৩টি তদন্তাধীন মামলার বিপরীতে ১,৩৩৩ কোটি টাকা টাকা জব্দ করা হয়েছে।

শনিবার রাজধানীর বসুন্ধাধা ইন্টান্যাশন্যাল কনফারেন্স সেন্টারে অনুষ্ঠিত বিএফআইইউ কর্তৃক আয়োজিত ‘বাংলাদেশে অর্থ-পাচার ও সন্ত্রাসীকার্যে অর্থায়নে প্রতিরোধ কার্যক্রমের ২০ বছর’ শীর্ষক সেমিনারে উপস্থাপিত রিপোর্ট অনুযায়ী এ তথ্য পাওয়া গেছে।

আর বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের চলতি অর্থবছরের দশ মাসে বাজেয়াপ্তকৃত অর্থ থেকে সরকারের কোষাগারে জমা পড়েছে ২৭ কোটি টাকা। এর পরিমান বিগত পাঁচ অর্থবছরের ছিল ১,২৭৩ কোটি টাকা।

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রধান মো. মাসুদ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নস ফজলে কবির, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রনালয়ের আথিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ ও অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) এর চেয়ারম্যান সেলিম আর এফ হোসেন।

শেয়ার