সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী দেশে অনুমোদনহীন ডায়াগনোস্টিক সেন্টার ও হাসপাতাল বন্ধ করে দেওয়া হবে এই ঘোষণার পর কর্তৃপক্ষ কাগজপত্র পরীক্ষার জন্য মাঠে নামে।
ঠাকুরগাঁও জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্যবিভাগ বিভিন্ন অনিয়ম ও সঠিক কাগজপত্র না পেয়ে প্রথমেই শহরের মেডিনোভা ডক্টরস জোন ও ডায়গনোস্টিক সেন্টার, নিউরোন ডায়াগনোস্টিক সেন্টার, উত্তরা ডক্টরস ডায়াগনোস্টিক সেন্টার ও রাণীশংকৈলের মা ও শিশু ডায়াগনোস্টিক সেন্টার সিলগালা করে দেয়। সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ইফতেখারুল ইসলাম জানান, এই সমস্ত ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টারের তেমন কোন বৈধ কাগজপত্র ছিলনা।
স্বাস্থ্য প্রশাসনের এই অভিযান দেখে কয়েকজন নিজেরাই তাদের ক্লিনিক বন্ধ করে দিয়েছেন। প্রতিষ্ঠানের সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, জেলায় নিবন্ধিত ৪৬টি ক্লিনিক ও ৮১ টি ডায়াগনোস্টিক সেন্টার রয়েছে। অনুমোদনহীন ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টার রয়েছে আরো ৮/১০ টি।
যত্রতত্র ব্যাঙের ছাতার মতো গঁজিয়ে উঠা কিছু সংখ্যক ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টার সম্পর্কে অনুসন্ধান করতে গিয়ে দেখা যায়, ২/১ টি বাদে কেউ সরকারের ঘোষিত শর্ত পূরণ করেনি। এদিকে জেলা স্বাস্থ্য বিভাগের গাফিলতিও রয়েছে চরমে। কয়েকটি ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টারের মালিক জানান, প্রতি বছর নবায়নের জন্য জেলা স্বাস্থ্য বিভাগের রিপোর্ট পাঠানোর নিয়ম থাকলেও তারা তা ফেলে রাখেন। তারা নবায়নের জন্য তিন বছর আগের ২০১৯-২০ সালের প্রতিবেদন পাঠিয়েছেন এবছর।
এব্যাপারে জানতে চাইলে, ডা. ইফতেখারুল ইসলাম গাফিলতির কথা স্বীকার করে বলেন, এখন আর এমনটি হচ্ছেনা। আগে এনালগ পদ্ধতি চালু ছিল। পরে চালু হয় ডিজিটাল পদ্ধতি। এখন সব রিপোর্ট পর্যায়ক্রমে পাঠানো হচ্ছে।
তিনি জানান, ৪৬টি ক্লিনিকের পাঠানো প্রতিবেদনের বিপরীতে ২৭ টি নবায়ন হয়ে এসেছে এবং ৮১ টি ডায়াগনোস্টিক সেন্টারের মধ্যে নবায়ন হয়ে এসেছে ৪৫ টি। এই নবায়ণ ২/৩ বছর আগের। এবার নতুনভাবে হরিপুরের রোজিনা ডায়াগনোস্টিক সেন্টার, রাণীশংকৈলের ডক্টরস ক্লিনিক এবং সদরের সেবা হাসপাতাল ও ডায়াগনোস্টিক সেন্টার অনুমোদন পেয়েছে। চলতি ২০২১-২২ বছরের জন্য অনেকে আবেদন করেছেন, এগুলি পর্যায়ক্রমে পাঠানো হচ্ছে। ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টার চালাতে গেলে সম্ভব সব শর্ত পূরণের জন্য ৩০ জুন পর্যন্ত সময় দেওয়া হয়েছে বলে জানায় জেলা স্বাস্থ্য বিভাগ।
জেলা স্বাস্থ্য বিভাগ ও বেসরকারি কয়েকটি ক্লিনিক কর্তৃপক্ষ জানান, সরকারের বেঁধে দেওয়া শর্ত কারো পক্ষেই পূরণ করা সম্ভব নয়। সার্বক্ষনিক তিন জন ডাক্তার ও প্রতি ১০ বেডের জন্য ৬ জন নার্স কোন ক্লিনিকে নেই বা পাওয়া যায়না বা রাখা সম্ভব নয়। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র পাওয়া যায়না। ২/১ টি বাদে নারকোটিক্স বিভাগের ছাড়পত্র নেই কারো। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ক্লিনিকের মালিক জানান, পরিবেশ অধিদপ্তর ও নারকোটিক্স বিভাগ ছাড়পত্রের জন্য লাখ লাখ টাকা ঘুষ চায়। তাই তাদের ছাড়পত্র নেওয়া সম্ভব হয়না। তবে ফায়ার সার্ভিসের ছাড়পত্র পাওয়া যায়।
ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল ও ঠাকুরগাঁও ডায়াবেটিক হাসপাতাল ছাড়া বর্জ্য পোড়ানোর ব্যবস্থা নেই কারো। পরিবেশ অধিদপ্তর ও নারকোটিক্স বিভাগের ছাড়পত্র না থাকলেও ছাড়পত্রের জন্য আবেদনকৃত দরখাস্তের অনুলিপি জমা দিলেই আপাতত চালিয়ে নেওয়া যাবে বলে শর্ত শিথিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর। পরিবেশ অধিদপ্তর ও নারকোটিক্স বিভাগের ছাড়পত্র পাওয়া দুষ্কর একথা মাথায় রেখেই বাধ্য হয়ে কর্তৃপক্ষ এব্যাপারে নমনীয় হয়েছেন।