Top

বাঘাইছড়িতে নিম্নাঞ্চল প্লাবিত

১৯ জুন, ২০২২ ৩:১২ অপরাহ্ণ
বাঘাইছড়িতে নিম্নাঞ্চল প্লাবিত
মঈন উদ্দীন বাপ্পী, রাঙামাটি :

টানা বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে রাঙামাটির বাঘাইছড়ির উপজেলার বেশকিছু নিম্নাঞ্চল এলাকা প্লাবিত হয়েছে।

রোববার (১৯জুন) সকালে খোঁজ নিয়ে জানা গেছে- উপজেলার পৌরসভা, আমতলী ইউনিয়ন এবং সাজেক ইউনিয়নের বেশকিছু এলাকা কাচালং নদীর পানিতে তলিয়ে গেছে। ক্ষতি হয়েছে মাছের ঘের এবং ফসলের।

টানা বর্ষণের কারণে বাঘাইছড়ি- খাগড়াছড়িস্থ দীঘিনালা উপজেলা সড়ক এবং পাহাড়ি এলাকায় ভূমি ধসের শঙ্কা রয়েছে। ওইসব ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের সরে গিয়ে নিরাপদ আশ্রয় কেন্দ্রে চলে যেতে উপজেলা প্রশাসন থেকে মাইকিং করা হচ্ছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১৪টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে।

বাঘাইছড়ি পৌরসভার নবনির্বাচিত মেয়র জমির হোসেন বলেন- প্লাবিত এলাকাগুলো পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্থদের সহায়তায় নৌকা এবং ইঞ্জিন চালিত বোট দিয়েছি। আরও অন্যান্য সহযোগিতা অব্যাহত রাখা হবে।

বাঘাইছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরিফুল ইসলাম বলেন- আমরা প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত আছি। পৌরসভার এলাকাধীন মাস্টারপাড়া, পুরান মারিশ্যা এবং মধ্যম পাড়ার লোকজন আশ্রয় কেন্দ্রে চলে আসতে শুরু করেছে। তাদের গৃহপালিত পশুগুলোতে উঁচু স্থানে রাখার ব্যবস্থা করা হয়েছে। তবে টানা বৃষ্টির কারণে সহায়তা কাজে ব্যাঘাত ঘটছে।

শেয়ার