Top
সর্বশেষ

ইবিতে ঈদুল আযহার ছুটি শুরু ২ জুলাই

১৯ জুন, ২০২২ ৪:৫০ অপরাহ্ণ
ইবিতে ঈদুল আযহার ছুটি শুরু ২ জুলাই
ইবি প্রতিনিধি :

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। রবিবার (১৯ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঈদ-উল-আয্হা উপলক্ষে আগামী ২ জুলাই থেকে ১৬ জুলাই পর্যন্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া আগামী ২ জুলাই থেকে ১৩ জুলাই পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ বন্ধ থাকবে। ছুটিকালীন জরুরি সেবাসমূহ চালু থাকবে বলেও জানান তিনি।

বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ খোলা থাকবে কি না জানতে চাইলে প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. ইয়াসমিন আরা সাথী বলেন, হলসমূহ বন্ধের বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি। চলতি সপ্তাহে প্রভোস্ট কাউন্সিলের মিটিং হবে। সেখানে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

শেয়ার