সিলেটের এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের পানি রোববার থেকে নামতে শুরু করে। সোমবার প্রায় পুরোটাই নেমে গেছে।
সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। বন্যার পানিতে তলিয়ে যাওয়া সিলেটের এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে থেকে নেমেছে পানি।
বিদ্যুৎ সংযোগও স্বাভাবিক হয়েছে ওসমানী মেডিক্যাল ও শাবিতে। ক্যাম্পাসে বন্যার পানি ওঠায় গত শুক্রবার ২৫ জুন পর্যন্ত বন্ধ বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা দেয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক আমিনা পারভীন সোমবার বলেন, ‘ক্যাম্পাস থেকে পানি প্রায় নেমে গেছে। বিদ্যুৎ সংযোগও চালু হয়েছে। তবে ক্লাস-পরীক্ষা ২৫ জুন পর্যন্ত বন্ধ থাকবে।’
বন্যার পানির কারণে ও বিদ্যুৎ না থাকায় গত কয়দিন চরমভাবে বিঘ্নিত হয় ওসমানী মেডিক্যালের সেবা। জরুরি বিভাগে রোগী ভর্তি বন্ধ হয়ে যায়। বন্ধ ঘোষণা করা হয় ওসমানী মেডিক্যাল কলেজ।
কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক শিশির চক্রবর্তী বলেন, ‘কলেজ ও হাসপাতাল থেকে পানি সম্পূর্ণ নেমে গেছে। হাসপাতালের সব কার্যক্রম এখন স্বাভাবিকভাবে চলছে। নিচ তলার কিছু ওয়ার্ডে বন্যার পানির সঙ্গে ময়লা এসে জমেছে। এসব ওয়ার্ড পরিষ্কার-পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত করার কাজ চলছে।’ শনিবার থেকে কলেজের ক্লাস শুরু হবে বলে জানান উপাধ্যক্ষ।
রানওয়েতে পানি ওঠায় শুক্রবার ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব ধরনের ফ্লাইট ওঠানামা বন্ধ করে দেয়া হয়। পরিবর্তন করা হয় লন্ডন ফ্লাইটের শিডিউল।
বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ বলেন, ‘পানি নেমে যাওয়ায় আজকে থেকে বিমান চলাচল স্বাভাবিক হবে।’
বিপি/ আইএইচ