Top

সিরাজগঞ্জে পানির চাপে ভেঙ্গে গেছে রিং বাঁধসহ বিভিন্ন সড়ক

২০ জুন, ২০২২ ৩:৩৩ অপরাহ্ণ
সিরাজগঞ্জে পানির চাপে ভেঙ্গে গেছে রিং বাঁধসহ বিভিন্ন সড়ক
এস.এম.মাসুদ রানা, সিরাজগঞ্জ :

উজানের ঢল ও প্রবল বর্ষণে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পেয়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সোমবার (২০
জুন) সকালের রেকর্ড অনুযায়ী গত ২৪ ঘন্টায় যমুনার পানি সিরাজগঞ্জ পয়েন্টে ২১ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৩৩ সেন্টিমিটার উপর দিয়ে ও কাজিপুর পয়েন্টে ১৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৩৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

যমুনার পানি সব পয়েন্টেই বিপৎসীমা অতিক্রম করায় নিম্নাঞ্চল ও চরাঞ্চলের আরো নতুন নতুন এলাকা প্লাবিত হয়ে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পানির চাপে পৃথক দুটি স্থানে রিং বাঁধ ও কাঁচাসড়ক ভেঙ্গে যাওয়ায় ভাটি এলাকার ৫টি গ্রাম বন্যা কবলিত হয়ে পড়েছে। এতে বহু পরিবার ক্ষতিগ্রস্থ হয়ে পড়েছে। স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের
(পাউবো) উপ-বিভাগীয় প্রকৌশলী (হেডকোয়ার্টার) নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার রাতে পানির চাপে শাহজাদপুর উপজেলার বড়াল নদীর রাউতারা রিং বাঁধ (ডুবন্ত) ভেঙ্গে যাওয়ায় ক্ষতিগ্রস্থ হয়ে পড়েছে ভাটি এলাকার বহু পরিবার।

রোববার সকালে সিরাজগঞ্জ সদরের বিয়ারাঘাট এলাকায় নির্মিত একটি কাঁচা সড়ক পানির চাপে ভেঙ্গে ভাটি এলাকার ৫টি গ্রাম বন্যা কবলিত হয়ে পড়েছে।

সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউপির চেয়ারম্যান আব্দুস সবুর বলেন, প্রায় ২ মাস আগে বিয়ারাঘাট থেকে আদিবাসী গ্রাম পর্যন্ত সাড়ে ৫ লাখ টাকা ব্যয়ে ওই সড়কটি নির্মাণ করা হয়। রোববার সকালে পানির চাপে এ সড়কটি ভেঙ্গে ভাটি এলাকার বিয়ারাঘাট, পাইকপাড়া, ঘোনাপাড়া ও রামগাঁতীঁ গ্রাম বন্যা কবলিত হয়ে পড়েছে। এসব গ্রামের বহু পরিবার এখন মানবেতর জীবনযাপন করছে। তবে বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসনকে অবহিত করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি। এছাড়া কয়েকদিন ধরে উজানের ঢল ও প্রবল বর্ষণে যমুনা নদীতে পানি বেড়েই চলেছে। এতে যমুনার তীরবর্তী সিরাজগঞ্জের কাজিপুর, বেলকুচি, শাহজাদপুর, চৌহালী ও সদর উপজেলার বিভিন্ন স্থানে নিম্নাঞ্চল বন্যা কবলিত হয়ে পড়েছে।

এতে চরাঞ্চলের বাদাম ও পাটসহ বিভিন্ন ফসল ডুবে গেছে এবং অনেক এলাকার কাঁচা সড়ক যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে পড়েছে। যমুনায় পানি অস্বাভাবিক ভাবে বাড়তে থাকায় বিশেষ করে নদী তীরবর্তী ৫টি উপজেলার নিম্নাঞ্চল ও চরাঞ্চল বন্যা কবলিত হয়ে পড়ায় অনেক পরিবার এখন মানবেতর জীবন যাপন করছে। তবে এভাবে পানি বৃদ্ধি অব্যাহত থাকলে ভয়াবহ বন্যার আশংকা রয়েছে।

এদিকে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম বলছেন, যমুনা নদীতে ২২ জুন পর্যন্ত পানি বৃদ্ধি অব্যাহত থাকলেও এরপর হয়তো কমতে পারে। তবে বন্যার আশংকা করা হলেও এখনো তেমন আশংকাজনক পরিস্থিতির সৃষ্টি হয়নি। নদী তীরবর্তী বিভিন্ন স্থানে ভাঙ্গন শুরু হওয়ায় ঘরবাড়ি, ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। চৌহালী, এনায়েতপুর ও শাহজাদপুরসহ ভাঙ্গন কবলিত স্থানে ভাঙ্গন রোধে জিও ব্যাগ নিক্ষেপ করছে পানি উন্নয়ন বোর্ড বলেন তিনি।

এছাড়া বাঁধসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নজর রাখা হচ্ছে। এদিকে জেলা প্রশাসনের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলছেন, বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রনে ইতিমধ্যেই সব ধরণের প্রস্তুতি নেয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

শেয়ার