Top
সর্বশেষ

শ্রীপুরে বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

২০ জুন, ২০২২ ৭:৩৮ অপরাহ্ণ
শ্রীপুরে বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
মোঃ উজ্জল মিয়া, শ্রীপুর (গাজীপুর) :

গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয়ের বালক-বালিকা ফুটবল টুর্নামেন্টে শ্রীপুর পৌরসভার পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ জুন) বিকাল ৩ টায় পৌরসভার কেওয়া পূর্ব খন্ড সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ে মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।উক্ত ফাইনাল খেলায় (বালক) শ্রীপুর মডেল সরকারি প্রাথমিক বিদ‍্যালয় বনাম গিলার চালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়।

বালিকা কেওয়া পূর্ব খন্ড সরকারি প্রাথমিক বিদ‍্যালয় বনাম শ্রীপুর মডেল সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের খেলা অনুষ্ঠিত হয়। শ্রীপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ আনিছুর রহমান এর সভাপতিত্বে কেওয়া পূর্ব খন্ড সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ে প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরিকুল ইসলাম। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার নূর মোহাম্মদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব রমিজ উদ্দিন আহমেদ, কাউন্সিলর ৫ নং ওয়ার্ড, মোঃ মাসুদ প্রধান, কাউন্সিলর ২নং ওয়ার্ড, মমিনা আক্তার বুলবুলি, কাউন্সিলর, সংরক্ষিত মহিলা ৪,৫,৬ নং ওয়ার্ড, শ্রীপুর পৌরসভা, সহকারী শিক্ষা অফিসার মনিরা খাতুন, কেওয়া পূর্ব খন্ড সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ে সভাপতি এরশাদুল হক সরকার সহ শ্রীপুর পৌরসভার সকল প্রাথমিক বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক বৃন্দ।

শেয়ার