Top
সর্বশেষ

নেত্রকোণায় ত্রাণ বিতরণ করেন সেনাবাহিনী ও জেলা প্রশাসন

২১ জুন, ২০২২ ১:১৭ অপরাহ্ণ
নেত্রকোণায় ত্রাণ বিতরণ করেন সেনাবাহিনী ও জেলা প্রশাসন
নেত্রকোণা প্রতিনিধি :

নেত্রকোণায় বন্যার্তদের ত্রাণ বিতরণ করেন বাংলাদেশ সেনাবাহিনী ও নেত্রকোণা জেলা প্রশাসন । বন্যা কবলিত এলাকা পরিদর্শনকালে শুকনা খাবার ও ত্রাণ সমাগ্রী বিতরণ করেন।

সোমবার (২০ জুন) নেত্রকোণার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জনা খান মজলিশ এবং ১৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল নকিব আহমেদ চৌধুরী সমন্বিতভাবে নেত্রকোণা জেলার খালিয়াজুড়ি উপজেলার বন্যা কবলিত বিভিন্ন স্থান ও আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেন।

এসময় তারা আশ্রয়কেন্দ্রগুলোতে মানুষের সার্বিক পরিস্থিতি তদারকি করেন ও বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনো খাবার ও ত্রান সামগ্রী বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা পুলিশ সুপার মোঃ আকবর আলী মুন্সী, খালিয়াজুড়ি উপজেলা নির্বাহী অফিসার এ. এস. এম. আরিফুল ইসলাম, সহ সহকারী কমিশনার (ভূমি), থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং সেনাবাহিনীর সদস্য,স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রিন্ট ,ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক।

 

বিপি/ আইচ

শেয়ার