উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে যমুনা, ব্রহ্মপুত্র, জিঞ্জিরাম, ঝিনাইসহ অন্যান্য নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জামালপুরের সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে।
উভ নিউজঃআজ সকালে বাহাদুরাবাদ পয়েন্টে যমুনা নদীর পানি ২৪ ঘন্টায় ৮ সেঃমিঃ বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৫৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় প্রতিদিনই নতুন নতুন এলাকা বন্যায় প্লাবিত হচ্ছে।। সব মিলে জেলার ৬টি উপজেলার ৩২টি ইউনিয়ন বন্যা কবলিত হয়ে পড়েছে, পানিবন্দি হয়ে পড়েছে ৭০ হাজার মানুষ। বন্ধ রয়েছে অর্ধশতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান। বন্যার পানিতে তলিয়ে গেছে ১২শ হেক্টর ফসলি জমি। এদিকে দুর্গতদের জন্য ৩৫০ মেট্টিক টন চাল ও নগদ ৭ লক্ষ টাকা বরাদ্দ দিয়েছে জেলা প্রশাসন।