Top
সর্বশেষ
শতাধিক পণ্য সেবায় শুল্ক–কর বাড়লো পুঁজিবাজারের অনিয়ম অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠনের দাবি আকুর বিল পরিশোধের পর কমেছে রিজার্ভ ‘আর মাত্র কিছুদিন! এরপর জনগণ আপনাদের নিশ্চিহ্ন করে দিবে’ গ্যাসের দাম ১৫২ শতাংশ বৃদ্ধির প্রস্তাব: শিল্প-বাণিজ্যে অশনিসংকেত দেখছেন ব্যবসায়ীরা ‘৪৩তম বিসিএসে বাদ পড়াদের বেশিরভাগই চাকরিতে যোগ দিতে পারবেন’ রাশিয়ার সামরিক বিমানঘাঁটির তেলের ডিপোয় ইউক্রেনের হামলা ২২৭৬ নেতাকর্মীকে গুম-খুনের অভিযোগ নিয়ে ট্রাইব্যুনালে বিএনপি মালয়েশিয়ায় ৬৪ বাংলাদেশি অভিবাসী আটক রাষ্ট্রীয় পদমর্যাদা ক্রম ঠিক করতে আপিল বিভাগে আবেদন, শুনানি ১৬ জানুয়ারি

আপনি জীবিত তার প্রমাণ দিন

২১ জুন, ২০২২ ৪:২৮ অপরাহ্ণ
আপনি জীবিত তার প্রমাণ দিন
মো. আব্দুল লতিফ, ঠাকুরগাঁও :

“আপনি যে জীবিত তার প্রমাণ দিন”। সরকারের সেবা নিতে তিনি যেখানেই যাচ্ছেন সেখানেই তাঁকে শুনতে হচ্ছে তিনি নাকি মৃত। জীবিত থেকেও তিনি মৃত। প্রমাণ হাজির করতে না পারায় তিনি কোন সেবাই পাচ্ছেনা। তিনি ঠাকুরগাঁও শহরের গোবিন্দনগর মুন্সিরহাট গ্রামের বাসিন্দা আরমান হোসেন । তিনি ওই গ্রামের মৃত আকতার হোসেনের ছেলে। আরমান শহরের একটি বিপণী বিতানের সেলসম্যান। জন্ম ১১ অক্টোবর ১৯৮৯ । মা, স্ত্রী ও এক সন্তান নিয়ে তার সংসার ।

কোভিট -১৯ ভ্যাকসিন নিবন্ধন করার সময় বার বার চেষ্টা করেও ভ্যাকসিন নিতে ব্যর্থ হন তিনি। এ ছাড়াও গত নির্বাচনে ইভিএম মেশিনে ভোট দিতে গিয়েও ভোট দিতে পারেন নি তিনি। তাঁকে জানানো হয়, জাতীয় পত্রের তথ্য অনুযায়ী তিনি একজন মৃত ব্যক্তি। ফলে বঞ্চিত হচ্ছেন সরকারের দেওয়া নানা সুযোগ-সুবিধা থেকে। তাঁর
জাতীয় পরিচয়পত্র নম্বর ৮৬৯৭৪২১৯৫৯ ।

নির্বাচন কমিশনের এমন ভুলে ক্ষুব্ধ আরমান হোসেন। তিনি বলেন যাদের এমন ভুলে আমি সরকারি সকল সুবিধা থেকে বঞ্চিত, তাদের শাস্তি হওয়া উচিৎ। তাদের একটু ভুলের কারণে আমাকে পদে পদে ভোগান্তিতে পড়তে হচ্ছে। অমি নির্বাচন অফিসে গিয়েছিলাম, কিন্ত অনেক কাগজপত্র নাকি লাগবে নিজেকে জীবিত প্রমাণ করতে। অমি অন্যের দোকানে চাকুরি করো। অন্যের ভুলে এখন আমাকে অফিসে অফিসে ঘুরতে হবে। সেই সময় আমার নেই।

আরমানের মা রবেদা বেগম জানান, আমার জীবিত ছেলাটাকে কাগজে কলমে মৃত বানিয়ে ফেলেছে তারা। আমার ছেলেটা এই করোনা মহামারিতে কোন সুযোগ সুবিধা পায়নি শুধু তাদের একটু ভুলের জন্য।

আরমানের মতো একই অবস্থা একই গ্রামের রিক্সা চালক রফিকুল ইসলামের স্ত্রী মোছা. লতিফা বেগমের। জন্ম ২৪ অক্টোবর ১৯৮২ । দুই মেয়ে ও এক ছেলে নিয়ে তার সংসার। নিজেকে জীবিত প্রমাণ দিয়ে তিনি সংশোধনের জন্য গত জানুয়ারি মাসে আবেদন করেন। তিনি বলেন, ‘জাতীয় পরিচয়পত্র না থাকায় সরকারি কোনো সুযোগ-সুবিধা পাচ্ছি না।” নির্বাচন অফিস থেকে বলা হয়েছে যেহেতু মারা গেছেন জীবিত হতে একটু সময় লাগবে।

ঠাকুরগাঁও সদর নির্বাচন কর্মকর্তা আব্দুস সালাম জানান, লতিফা বেগমের আবেদনের প্রেক্ষিতে যাচাই বাছাই করে তাকে তার এনআইডি আপডেড করে জীবিত করা হয়েছে তবে আরমান হোসেনকে এখনো মৃত দেখাচ্ছে । তিনি যদি নির্বাচন অফিসে এসে ফিঙ্গার প্রিন্ট ভেরিফিকেশন করে তাহলে সমস্যার সমাধান হবে। তিনি আরো জানান, শুধু লতিফা বেগম ও আরমানই নন, ঠাকুরগাঁও সদর উপজেলায় এখন পর্যন্ত ৮৪ জন জীবিত ব্যক্তি এনআইডিতে মৃত থাকায় আবেদন করে জীবিত হয়েছেন। তবে পুরো জেলায় কতজন ব্যক্তি মৃত থেকে জীবিত হয়েছেন তার তথ্য নির্বাচন অফিস থেকে পাওয়া যায়নি। এই কর্মকর্তা জানান এই তথ্য প্রতিটি উপজেলা থেকে নিতে হবে।

 

শেয়ার