Top
সর্বশেষ

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

২১ জুন, ২০২২ ৪:৫৮ অপরাহ্ণ
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু
চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে এক হাজতির মৃত্যু হয়েছে। তার নাম মো. জামাল উদ্দিন (৬৭)। তিনি সাতকানিয়া থানার খাগরিয়া এলাকার বাসিন্দা। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে হাজতি নম্বর ২৬৮৩/২২। গত ১১ ফেব্রুয়ারি আদালতের পরোয়ানা মূলে কারাগারে ছিলেন জামাল।

মঙ্গলবার (২১ জুন) ভোর সোয়া ৪টার দিকে তার মৃত্যু হয়েছে বলে জানায় পুলিশ।

পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান জানান, ভোরে কারা অভ্যন্তরে অসুস্থ হয়ে পড়েন হাজতি জামাল। ভোর সোয়া ৪টার দিকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ারে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান সাদেকুর রহমান।

শেয়ার