সিরাজগঞ্জে যাত্রীবাহী বাসে হেরোইন বহনের দায়ে চালক সোহাগ আলী ও সুপারভাইজার লিটন হোসেনকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত। সেইসাথে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেয়া হয়েছে।
সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মোঃ নাজির মঙ্গলবার (২১ জুন) দুপুরে এ দন্ডাদেশ দিয়েছেন। দন্ডাদেশ প্রাপ্ত বাস চালক সোহাগ আলী উল্লাপাড়া উপজেলার শিবপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে ও সুপারভাইজার লিটন হোসেন একই উপজেলার রামকান্তপুর মধ্যপাড়া গ্রামের মৃত জিতু প্রামাণিকের ছেলে। সংশ্লিষ্ট আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট গাজী আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি মামলার বরাত দিয়ে জানান, হাটিকুমরুল- বনপাড়া মহাসড়কের সলঙ্গা থানার চড়িয়া গ্রাম এলাকায় র্যাব-১২ হেড কোয়ার্টারের সামনে ২০১৮ সালের ২৯ আগস্ট দুপুরে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে মাদকবিরোধী অভিযান চালায় র্যাব-১২ সদস্যরা। সেসময় নাটোর থেকে ঢাকাগামী রিফাত পরিবহনের যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৮৫৬ গ্রাম হেরোইন জব্দসহ বাসের চালক-সুপারভাইজারকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় র্যাবের ডিএডি ইউনুস আলী বাদী হয়ে সলঙ্গা থানায় তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেন। এ মামলার শুনানি শেষে মঙ্গলবার দুপুরে আসামীদের উপস্থিতিতে বিচারক উল্লেখিত রায় ঘোষণা করেন।