Top
সর্বশেষ

পদ্মার ওপড়ে বাস চায় জবি শিক্ষার্থীরা

২১ জুন, ২০২২ ৯:৪৮ অপরাহ্ণ
পদ্মার ওপড়ে বাস চায় জবি শিক্ষার্থীরা
জবি প্রতিনিধি :

শিগগিরই চালু হচ্ছে পদ্মা সেতু। এমতবস্থায় ফরিদপুরের ভাঙ্গা উপজেলা পর্যন্ত বাস চালুর দাবি জানাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অধ্যয়নরত দক্ষিণ অঞ্চলের শিক্ষার্থীরা। এ নিয়ে গতকাল মঙ্গলবার বিশ^বিদ্যালয়ের উপাচার্য বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন তারা।

শিক্ষার্থীদের দাবি, দক্ষিণাঞ্চলের প্রায় ২১টি জেলার প্রধান সড়ক এসে মিলিত হয়েছে ফরিপুরের ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে। ক্যাম্পাস থেকে পদ্মা সেতু হয়ে ভাঙ্গা পর্যন্ত একটি বাস চালু করলে খুলনা ও বরিশাল বিভাগের শিক্ষার্থীরা নিয়মিত যাতায়ত করতে পারবেন। তারা বলছেন, বিশ্ববিদ্যালয় থেকে ভাঙ্গার দূরত্ব ৭০ কি.মি। বর্তমানে এরচেয়ে বেশি দূরত্বেও বিশ^বিদ্যালয়ের বাস আসা-যাওয়া করে।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী রবিউল ইসলাম রবি বলেন, পদ্মা সেতু চালু হলে দক্ষিণাঞ্চালের মানুষের যাতায়ত করা সহজ হয়ে যাবে। আমরাও এ সুযোগ-সুবিধা পেতে চাই। বিশ^বিদ্যালয়ের বাস চালু হলে শিক্ষার্থীদের কষ্ট করে ঢাকার মেসে থাকতে হবেনা। প্রতিদিন বাড়ি থেকে এসেই ক্লাস পরীক্ষা দিতে পারবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইমদাদুল হক বলেন, আমরা শিক্ষার্থীদের দাবিটি বিবেচনা করে দেখছি। সবার সঙ্গে কথাবার্তা বলে এ ব্যাপারে সিদ্ধন্ত নিব।

শেয়ার