Top

দেবীদ্বারে গোমতী নদীর পানিতে তলিয়ে গেছে ফসলী জমি

২২ জুন, ২০২২ ২:৪৪ অপরাহ্ণ
দেবীদ্বারে গোমতী নদীর পানিতে তলিয়ে গেছে ফসলী জমি
দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি :

কুমিল্লার দেবীদ্বার উপজেলার গোমতী নদীর পানি বৃদ্ধির ফলে দেবীদ্বার এলাকার বেরীবাঁধ সংলগ্ন চরের সবুজ ফসলী মাঠে কৃষকের হাসি তলিয়ে গেছে পাহাড়ী ঘোলা জলের শ্রোতে। অর্ধডুবন্ত বাড়ি ঘরের লোকজন বাড়ি ছেড়ে বেরীবাঁধের উপরসহ বিভিন্ন নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন।

সম্প্রতি উজানে অতিবৃষ্টি এবং পাহাড়ী ঢলে পানির চাঁপে গোমতী নদীর পানি বৃদ্ধির ফলে দেবীদ্বার এলাকার গোমতী নদীর উভয় পাশের বেরীবাঁধ সংলগ্ন চরের প্রায় শতাধিক কৃষক পরিবারের স্বপ্ন ৮০ হেক্টর জমির আবাদী ফসল তলিয়েগেছে ও বেরীবাঁধের অভ্যন্তরের আবাসিক এলাকার কয়েকশত বাড়ি ঘর, দোকান পাট, মসজিদ মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে পানি উঠেছে। ভ‚ক্তভোগী পরিবার গুলোর মধ্যে কারো কারো ঘর পানির শ্রোতে ভেসে গেছে।

মঙ্গলবার সরেজমিনে উপজেলার দেবীদ্বার, শিবনগর, বিনাইপাড়, বড়আলমপুর, বারেরারচর, খলিলপুর, লক্ষীপুর, চান্দপুর, রঘুরামপুর, জাফরগঞ্জ এলাকা ঘুরে ওই দৃশ্য দেখা যায়।

গতকাল সোমবার রাত ৯টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত গোমতী নদীর বেড়ীবাঁধের অভ্যন্তরের অধিবাসীদের মাইকিং করে নিরাপদে সড়ে যেতে নির্দেশ দেয়া হয়েছে।

সার্র্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিক- উন-নবী তালুকদারকে আহবায়ক ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে সদস্য সচিব করে ৭ সদস্যের একটি মনিটরিং টিম গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম আলী জিন্নাহ, উপজেলা সহ-যুবউন্নয়ন কর্মকর্তা মোঃ কামাল হোসেন, উপজেলা পিআইও অফিসের কার্যসহকারী মোঃ শরীফুল আসলাম ভূইয়া, ইউএনও অফিসের সার্টিফিকেট সহকারী মোঃ শাহাদাত হোসেন, কম্পিউটার অপারেটর সুব্রত চক্রবর্ত্তী। সার্বিক পরিস্থিতি মোকাবেলায় ৪টি সেচ্ছাসেবক টিমও প্রস্তুত রাখা হয়েছে। আক্রান্ত এলাকায় সরবরাহের জন্য শুকনা ও প্যাকেটজাত খাবার প্যাকেট তৈরী রাখা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সকল কার্যক্রম পরিচালনায় সর্বসাধারনের জন্য একটি কন্ট্রোল রোম প্রস্তুত রাখা হয়েছে।
পর্যবেক্ষণ ও ত্রাণ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা হলেন,- উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুর রৌফ, উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ মোশাররফ হোসেন ভ‚ঁইয়া, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম, সহকারী প্রোগ্রামার আইসিটি অধিদপ্তর’র মোঃ বেনজির আহাম্মদ, সহ-উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুর রহমান, একাডেমিক সুপার ভাইজার মোঃ মাইন উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ গোলাম মাওলা।

উপজেলা কৃষিকর্মকর্তা মোঃ আব্দুর রৌফ জানান, শুধু মাত্র গোমতী নদীর বেড়ীবাঁধের ভেতরে ৬৫ হেক্টর আউস, ১৫ হেক্টর শাকসব্জী, ২ হেক্টর আখ, ১ হেক্টর তিল, ১ হেক্টর মরিচ ও ২ হেক্টর মিষ্টি আলু অন্যান্য ফসলসহ প্রায় ৮৬ হেক্টর জমিতে আবাদ করা হয়েছে। যা পানিতে নিমজ্জিত অবস্থায় আছে। পানি দির্ঘস্থায়ি হলে ফসল ক্ষতিগ্রস্থ হতে পারে, ২/১ দিনের মধ্যে পানি কমে গেলে ক্ষতির পরিমান কম হবে।

বারেরার চর গ্রামের কৃষক বাবুল মিয়া জানান, আমি ৫০ শতাংশ জমিতে লাউ চাষ করেছি। পানিয়ে তলিয়ে যাওয়ায় বিরাট ক্ষতির সম্মূখীন হলাাম। আব্দুল আলিম জানান, ৪০ শতাংশ জমিতে শশা আবাদ করেছি। ব্যাপক ফলন হলেও পানি সব শেষ করে দিয়ে গেছে।

জাফরগঞ্জ ঋষি পল্লীর রাখাল জানান, তার মূল বসত ঘরটিতে ভাসিয়ে নিয়ে যায় এবং এ এলাকার শতাধিক ঋষি পরিবারের সমস্ত বাড়িঘর পানিতে তলিয়ে যাচ্ছে। গত রাত থেকে সবাই খোলা আকাশের নিচে বেড়ীবাঁধে আশ্রিত।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ গোলাম মাওলা জানান, গোমতী বেড়ীবাঁধ এর অভ্যন্তরের আবাসিক এলাকার জাফরগঞ্জ ইউপির গংগানগর- ৪৭টি, রঘুরামপুর- ৩০৫টি এবং পৌর এলাকার বড়আলমপুর গ্রামের- ১৪২টি ক্ষতিগ্রস্থ পরিবারের তালিকা প্রনয়ন করা হয়েছে। এখনো পূর্ণাঙ্গ তালিকা তৈরী হয়নি।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় পানিউন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ সেলিম মিয়া জানান, আজ (মঙ্গলবার) সন্ধ্যা ৬টা পর্যন্ত কুমিল্লার অংশে গোমতী নদীর পানি কমলেও দেবীদ্বারের অংশে পানি বৃদ্ধি অব্যাত আছে। গত রাতে (সোমবার রাতে) ঘন্টায় ৬ সেন্টি মিটার পানি বৃদ্ধি পেলেও আজ সন্ধ্যায় পানির উচ্চতা ৭.৭ সেঃমিঃ বেড়েছে। গড়ে প্রতি ঘন্টায় ২-৩ সেন্টিমিটার বৃদ্ধি পাচ্ছে। এ এলাকা ঝুকিপূর্ণ অবস্থানে নাকি ঝুকিমুক্ত তা নিশ্চিত করে বলতে পারছিনা।

দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিক-উন-নবী তালুকদার জানান, যে কোন দূর্যোগ মোকাবেলায় আমরা প্রস্তুত রয়েছি। পাউবোর লোকজনসহ আমরা গোমতী নদীর পানি বৃদ্ধি ও ঝুকিপূর্ণ স্থানগুলো নিয়মিত পর্যবেক্ষণ করে আসছি।

শেয়ার