রাঙামাটি পার্বত্য জেলার বিলাইছড়ি উপজেলায় কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট’র (কেএনএফ) হামলায় সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি’র (পিসিজেএসএস) জুম্মল্যান্ড আর্মির (জেএলএ) তিন স্বশস্ত্র সন্ত্রাসী নিহত হয়েছে বলে দাবি করেছেন কেএনএফ’র হেডকোয়াটার্স’র লেফটেন্যান্ট কর্ণেল সলোমন।
নিহত তিনজনের মধ্যে দু’জনের নাম জানা গেছে। নিহতরা হলেন- চিতারাম ত্রিপুরা (৬৫)এবং বিশ্ব চন্দ্র ত্রিপুরা (৪৯)।
স্বশস্ত্র সংগঠন কেএনএফ তাদের নিজস্ব ফেইসবুক ফেইজে হত্যাকান্ডের ঘটনা দাবি করে বলেন- মঙ্গলবার (২১জুন) সন্ধ্যায় বিলাইছড়ি ইউনিয়নের দুর্গম বড়তলী ইউনিয়নের জাইজাম পাড়ায় সদ্য গঠিত জেএলএ’র স্বশস্ত্র বেসমেন্ট ক্যাম্পে কেএনএফ’র স্পেশাল কমান্ডো ফোর্স হেড-হান্টার টিম সফল ভাবে হামলা চালায়। এতে জেএলএ’র তিনজন স্বশস্ত্র সদস্য ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে মারা যায়। তবে আহত জেএলএ’র অন্যান্য সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হয়।
কেএনএফ আরও দাবি করছে- দীর্ঘ্যদিন ধরে জুম্মল্যান্ড আর্মি জাইজাম এলাকায় স্থানীয় নিরীহ বম, খিয়াং, ত্রিপুরা জনগোষ্টি শান্তিপূর্ণ ভাবে বসবাস করছে। কিন্তু জেএলএ উক্ত গ্রামীবাসীকে সেখান থেকে চলে যেতে হুমকি দেয় এবং নির্যাতন করে। যে কারনে ভয়ে স্থানীয়রা তাদের সহায় সম্পাদ ফেলে পালিয়ে যায়। জেএলএ’র এসব অপকর্ম বেশ কয়েকদিন ধরে পর্যবেক্ষণ করেছে কেএনফ বাহিনী।
সংগঠনটি বলছে- জেএলএ ওই এলাকায় তাদের স্বশস্ত্র ক্যাম্প তৈরি করেছে মূলত টহলরত সেনাবাহিনীর উপর হামলা চালাবে এবং নাশকতামূলক কর্মকান্ড পরিচালনা করবে।
সংগঠনটি জানায়- গত সপ্তাহে জেএলএ বাহিনী তাদের একটি ক্যাম্পে হামলা চালালে উল্টে জেএলএ’র ১৭জন সদস্য নিহত হয়েছেন এবং ৩০-৪০জন আহত হন।
তবে জেএসএস’র নাম প্রকাশে অনিশ্চুক নেতারা দাবি করছেন- কেএনএফ যাদের হত্যা করেছে তারা সকলে নিরীহ জনগণ। তাদের কোন সদস্য এ ঘটনায় নিহত হননি।
বড়তলী ইউনিয়নের ৫নং ওয়ার্ড এর গ্রাম পুলিশ সদস্য শৈহ্লামং মারমা বলেন- আমিও গ্রামের বাসিন্দাদের কাছ থেকে শুনেছি। তবে যেখানে ঘটনা ঘটেছে সেটি অনেক দুর্গম এলাকা। সেখানে যেতে ৫-৬ঘন্টা লাগে।
বড়তলী ইউনিয়নের চেয়ারম্যান আতমং মারমা বলেন- আমি পুরো ঘটনাটি জানি না। স্থানীয়রা আমাকে বলেছে। ঘটনাস্থল তো অনেক দুর্গম। আমি খবর নিয়ে বিস্তারিত জানাতে পারবো।
বিলাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর এর সরকারি মুঠোফোন নাম্বারে ঘটনাটি সম্পর্কে জানতে একাধিকবার কল করলেও তিনি কল ধরেননি।