Top
সর্বশেষ

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১০ হাজার টাকা দিল এসএসসি পরীক্ষার্থী

২২ জুন, ২০২২ ৪:৪৫ অপরাহ্ণ
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১০ হাজার টাকা দিল এসএসসি পরীক্ষার্থী
গোপালগঞ্জ প্রতিনিধি :

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে সিলেটের বানভাসি মানুষের জন্য সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছে গোপালগঞ্জ সরকারি বীণাপাণি বালিকা উচ্চ বিদ্যালয়ের তাহাজীব হাসান নামে এক এস.এস.সি পরীক্ষার্থী। এবারের ঈদের পোশাক না কি পুরো টাকাটা তুলে দিল সে।

আজ বুধবার (২২ জুন) দুপুর ১ টার সময় প্রধানমন্ত্রীর ত্রান তাহবিলে জমা দেবার জন্য গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানার হাতে নগদ ১০ হাজার টাকা তুলে দেন তাহাজীব হাসান। এসময় জেলা প্রশাসক শাহিদা সুলতানা তা সাদরে গ্রহণ করেন।

এস.এস.সি পরীক্ষার্থী তাহাজীব হাসান বলেছে, আমার ঈদের ড্রেস কেনার টাকা আমি সিলেটের বন্যার্তদের মাঝে দিতে পেরে খুব ভালো লাগছে। কারন প্রতিবছর ঈদের সময় নতুন ড্রেস কিনে থাকি। কিন্তু এবার সিলেটে যে ভয়াবহ বন্যা হয়েছে তা টিভি ও পত্রিকায় দেখে আমার মনে হয়েছে যে, আমার ড্রেস কেনার চেয়ে তাদের পাশে দাড়ানো বেশী জরুরী।

জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন, আমি খুব খুশী হয়েছি যে, একজন শিক্ষার্থী তার আনন্দের টাকা সিলেটের বন্যার্তদের মধ্যে বিতরনের জন্য দিয়েছে। আমি বিত্তবানসহ সবস্তরের মানুষের প্রতি আহবান জানাচ্ছি যে আসুন আমার যার যার অবস্থান অনুযায়ী বন্যার্তদের পাশে দাঁড়াই।

শেয়ার