সুনামগঞ্জে পানি কমতে শুরু করলেও বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। বাড়ি বাড়ি খাবার সঙ্কট তীব্র হচ্ছে। বিশুদ্ধ পানি ও ত্রাণের জন্য হাহাকার বাড়ছে। শহর ও গ্রামে পর্যাপ্ত ত্রাণ মিলছে না।
ত্রাণ বিতরণের নৌকা দেখলেই সাঁতরিয়ে আবার কখনো নৌকা নিয়ে দৌঁড়ঝাপ করেন বন্যার্তরা। আশ্রয় কেন্দ্রে জেলা প্রশাসনের একবেলা ভুনা খিচুরী ঝুটলেও আরেক বেলা খাবারের জন্য অপেক্ষায় থাকেন তারা। শহরের কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে। তবে অধিকাংশ এলাকা এখনো অন্ধকারে রয়ে গেছে। এদিকে অসাধু ব্যবসায়ীরা তিনগুন দামে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি করায় বিপাকে পড়েছেন দুর্গতরা। চুরি,ডাকাতি’র আতঙ্কে নির্ঘম রাত কাটাচ্ছেন সাধারন জনগন। জেলা সদরের সাথে উপজেলার যোগাযোগ এখনো বিচ্ছিন্ন রয়েছে।
কালীপুর এলাকার ইকবাল জানান, কয়দিন ধরে পানি নাই। ঘরে খাবার নেই। বিস্কুট খেয়ে আছি। কয়দিন বৃষ্টির পানি খেয়েছি, এখন হাওরের পানি খাই। পানির জন্য এভাবেই শহর-গ্রামে হাহাকার চলছে। শহরে কথা হয় বনানীপাড়া এলাকার রিকশাচালক ইয়াসিন মিয়ার স্ত্রী সুমি বেগমের সাথে স্বামী অসুস্থ্য। বন্যায় ঘরে গলা পানি উঠেছে। থাকার জায়গা নাই। খাবারও নেই। সন্তানদেরকে নিয়ে শহরের পবন কমিউনিটি সেন্টারে আশ্রয় নেই।
বন্যার পানিতে ঘর তলিয়ে যাওয়া গত পাঁচ দিন ধরে না খেয়ে আছি। কেউ কোনো খবর নেয় না। গত (২০ জুন) সারাদিন ত্রাণের জন্য রাস্তায় রাস্তায় ঘুরেও ত্রাণ পাইনি। পেটের খিদায় হাটতে পারছিলাম না। সামিয়া বেগম বলেন, ঘরে এখনও কোমড় পানি। পরিবারের পুরুষরা দিনমজুরের কাজ করেন। বন্যার কারণের তারা কাজ করতে পারছেন না।
সবাই এখন না খেয়ে আছি তিন দিন ধরে। শুনলাম আর্মিরা ত্রাণ দেয়। এই খবর শুনে সুনামগঞ্জ পৌরসভায় গেলাম গিয়ে দেখি ত্রাণেরপরিবর্তে খিচুরি দেয়া হচ্ছে। একজন ব্যাক্তি একটি খিচুরির প্যাকেট পায়। এখন এক প্যাকেট খিচুরি একজনের হবে না। সংসারে স্বামী সন্তানসহ ছয়জন লোক এক প্যাকেট খিচুরি খেয়ে কীভাবে বাঁচবো। এভাবেই মানুষ খেয়ে না খেয়ে দিনাতিপাত করছেন। জেলা প্রশাসক জানিয়েছেন, জেলায় ৫ শ মেট্রিকটন চাল ও ৮০ লক্ষ টাকা বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে সেনাবাহীনি, নৌ-বাহিনী, কোস্টগার্ড, র্যাব বন্যা দুর্গতদের উদ্ধার ও ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছেন।