Top
সর্বশেষ

বগুড়ায় কমেছে যমুনার পানি

২২ জুন, ২০২২ ৬:১০ অপরাহ্ণ
বগুড়ায় কমেছে যমুনার পানি

উজানের ভারতীয় অংশ থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অভ্যন্তরীণ বর্ষণের কারণে সপ্তাহব্যাপী বগুড়ায় যমুনা নদীর পানি বাড়ার পর কমেছে। বুধবার বিকাল ৩টার সর্বশেষ আপডেটে এক সেন্টিমিটার কমেছে বলে জানিয়েছে বগুড়া পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

পাউবি জানায়, বিকাল ৩টার সর্বশেষ আপডেট অনুযায়ী সারিয়াকান্দি মথুরাপুর পয়েন্টে এক সেন্টিমিটার পানি কমে বিপদসীমার ৬৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

গত শুক্রবার থেকে যমুনার পানি বিপদসীমা অতিক্রম করে যা মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ৬৪ সেন্টিমিটার বৃদ্ধি পায়। পরে বুধবার দুপুর ১২টা পর্যন্ত পানি স্থিতিশীল অবস্থায় থাকে। পর বেলা ৩টায় স্থিতিশীল থেকে এক সেন্টিমিটার কমে পানি।

এদিকে, চলমান এই বন্যা পরিস্থিতিতে সারিয়াকান্দি, সোনাতলা ও ধুনট উপজেলার আউশ ধান, পাট ও ভূট্টার ক্ষেত এবং বীজতলা বন্যার পানিতে ডুবে গেছে।

কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত উপপরিচালক এনামুল হক জানান, তিন উপজেলার মধ্যে সারিয়াকান্দিতে ৭১০ হেক্টর জমির ফসল, সোনাতলা উপজেলার ৯৬ হেক্টর ধুনট উপজেলার ২৮ হেক্টর ফসল পানিতে ডুবে গেছে।

জেলা প্রশাসক মো. জিয়াউল হক জানান, বন্যা পরিস্থিতি মোকাবিলায় যথেষ্ট প্রস্তুতি রয়েছে। চাল, শুকনা খাবার ও নগদ টাকার মজুদ রয়েছে।

শেয়ার