Top

পুতিন বিরোধী নেতা নাভালনি’র এক মাসের জেল

১৯ জানুয়ারি, ২০২১ ১১:৩২ পূর্বাহ্ণ
পুতিন বিরোধী নেতা নাভালনি’র এক মাসের জেল

দেশে ফিরতেই রাশিয়ার বিরোধী দল রাশিয়া অফ দ্য ফিউচারের নেতা অ্যালেক্সেই নাভালনিকে ৩০ দিনের কারাদণ্ড দিয়েছে দেশটির অস্থায়ী একটি আদালত।

চিকিৎসা শেষে পাঁচ মাস পর জার্মানি থেকে দেশে ফিরলে মস্কোর শেরেমিতিয়েভো বিমানবন্দরেই স্থানীয় সময় রোববার নাভালনিকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর মস্কোর উপকণ্ঠে খিমকি শহরের একটি থানায় নিয়ে যাওয়া হয় তাকে।

সোমবার সেই থানার ভেতর অস্থায়ী আদালত বসানো হয়। প্যারোলের শর্ত ভঙের দায়ে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত নাভালনিকে আটক রাখার নির্দেশ দেয় বিচারক।

সেই সঙ্গে নাভালনির সাড়ে তিন বছরের স্থগিত কারাদণ্ড জেল সাজায় পরিণত করা যায় কি না, এ বিষয়ে ২৯ জানুয়ারি শুনানি ডেকেছে আদালত।

অর্থ আত্মসাতের দায়ে নাভালনিকে ওই স্থগিত কারাদণ্ড দেয়া হয়েছিল। তার বিরুদ্ধে আনা অভিযোগ ‘রাজনৈতিকভাবে উদ্দেশ্যমূলক’ বলে মন্তব্য করেছিলেন তিনি।

থানার ভেতরে আদালতের রায়কে ‘প্রহসন’ ও ‘সর্বোচ্চ পর্যায়ের অরাজকতা’ হিসেবে মন্তব্য করেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কড়া সমালোচক নাভালনি।

সমর্থকদের উদ্দেশে ভিডিওবার্তায় তিনি বলেন, ‘ভয় পাবেন না। আমার জন্য নয়, আপনাদের নিজেদের ও ভবিষ্যতের জন্য হলেও রাস্তায় নেমে প্রতিবাদ করুন।’

নাভালনির আইনজীবী ভাদিম কোবজেভের উদ্ধৃতি দিয়ে রাশিয়ার বেসরকারি বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানায়, ‘বেআইনি’ আদালতের রায়ের বিরুদ্ধে তারা আবেদন করবেন।

এদিকে দ্রুত মুক্তির দাবিতে প্রচণ্ড ঠাণ্ডার মধ্যেও নাভালনির প্রায় ২০০ সমর্থক থানার বাইরে জড়ো হন। এ সময় তারা পুতিনের পদত্যাগের দাবি তোলেন।

মানবাধিকার ও রাজনৈতিক নির্যাতন নিয়ে কাজ করা রাশিয়ার স্বাধীন সংবাদ প্রকল্প ওভিডি-ইনফোর তথ্য অনুযায়ী, রাশিয়াজুড়ে সোমবার ৭০ জনেরও বেশি সাংবাদিক ও নাভালনির সমর্থককে আটক করেছে পুলিশ।

গত বছরের আগস্টে নাভালনির শরীরে বিষ প্রয়োগ করা হয়। জরুরি চিকিৎসার জন্য তাকে সে সময় জার্মানিতে নিয়ে যাওয়া হয়। বিষ প্রয়োগের পেছনে রুশ সরকারের হাত ছিল বলে দাবি নাভালনির।

শেয়ার