Top
সর্বশেষ

নওগাঁর ধামইরহাটে ন্যাশনাল ব্যাংকের শাখা উদ্বোধন

২২ জুন, ২০২২ ৭:৩২ অপরাহ্ণ
নওগাঁর ধামইরহাটে ন্যাশনাল ব্যাংকের শাখা উদ্বোধন
মামুনুর রশীদ বাবু. নওগাঁ: :

নওগাঁর ধামইরহাটে ন্যাশনাল ব্যাংকের উপশাখা উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা সদরে ধামইরহাট থানার সামনে ধামইরহাট-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের পার্শে এসএম সুপার মাকের্টের দ্বিতীয় তলায় ভার্চুয়ালী এ ব্যাংকের শাখা উদ্বোধন করেন ন্যাশনাল ব্যাংক লিমিটেডের নির্বাহী কমিটির চেয়ারপার্সন মিসেস পারভীন হক সিকদার এমপি।

এ সময় চেয়ারপার্সনের সঙ্গে উপস্থিত ছিলেন ব্যাংকের এমডি ও সিইও মো.মেহমুদ হোসেন, এইচআর প্রধান এবং ব্যাংকের উর্দ্বতন কর্মকর্তাগণ। ধামইরহাট শাখায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো.আজাহার আলী,উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়,জয়পুরহাট জেলার বিশিষ্ট ব্যবসায়ী মো.আব্দুল হাকিম মন্ডল,ব্যাংকের বগুড়া শাখার এসএভিপি ও ব্যবস্থাপক আমিনুল হাসান,জয়পুরহাট শাখার এসভিপি ও ব্যবস্থাপক সোহেল রানা,ধামইরহাট উপশাখার ইনচার্জ আবু মুসা প্রমুখ।

উল্লেখ্য ব্যাংকের চেয়ারপার্সন মিসেস পারভীন হক সিকদার এমপি ভার্চুয়ালী দেশের বিভিন্নস্থানে পাঁচটি নতুন শাখা উদ্বোধন করেন।

শেয়ার